বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
121
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আপনার উপর যাকাত ফরয হওয়ার সাথে সাথে কুরবানিও ফরয হবে। আপনি অল্প টাকায় এক বৎসর বয়সের একটি বকরি কুরবানি দিয়ে দিবেন। হ্যা, আপনি যদি রুপাকে বিক্রি করে দেন, তাহলে কুরবানি ওয়াজিব হবে না। এমন কারো কাছে বিক্রি করা যার কাছ থেকে আবার আপনা ক্রয় করে নিবেন, এমন হিলা বাহানা না করাই উচিৎ। তারপরও কেউ করে নিলে তার উপর যাকাত কুরবানি আপাতত ওয়াজিব হবে না যদি তার নিকট নগদ টাকা না থাকে।
কোনো কারণে কুরবানি করতে না পারলে, একটি বকরির মূল্যকে সদকাহ করে দিতে হবে। গহেনা বর্তমানে আপনার নিকট থাকুক বা না থাকুক, আপনাকে যাকাত কুরবানি দিতে হবে।