ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করেছিলো, "তুমি কাফির না কি?" আপনি বলেছিলেন, "হ্যা আমি কাফির, আমি জানোয়ার, পশু, আর তুমি ভালো মানুষ।"
অতপর আপনার স্ত্রী বলেছিলো, "আল্লাহকে কি মানোনা? ডর ভয় কি নাই?" এই প্রশ্নের উত্তরে তর্কে তর্কে খুব রাগে না বলেছিলেন বলেই বেশী সন্দেহ, সুতরাং আপনার এইসব কথা দ্বারা আপনার ঈমান চলে যাবে। আপনাকে আবার ঈমান নবায়ন করতে হবে। বিবাহকে দোহড়িয়ে নিতে হবে।
(২)
আপনার বক্তব্য,
" আমার জবাব আমি দেব জাহান্নামে, আমি যাব তুমি বেশি কথা বলবে না" এদ্বারা ঈমানে কোনো সমস্যা হবে না।
আপনার বক্তব্য,
"আর যদি আমার সাথে আর ঝগড়া করো কসম করলাম আমি যদি তোমাকে কিছু না করি, তাহলে আমি মুসলিম এর ঘরের না মুসলমানের এর ঘরের থাকবোনা। "
এদ্বারা আপনার উপর কসমের কাফফারা চলে আসবে।
(৩)
প্রশ্নের বিবরণমতে আপনার এক তালাক হয়েছে। সুতরাং এখন আপনারা সংসার করতে পারবেন। সংসার করতে কোনো বিধিনিষেধ নাই।