১) অমুসলিমদের তো সালাম দেওয়া যাবে না, তাহলে সালামের পরিবর্তে কি বলতে হবে?
২) অমুসলিম কেউ সালাম দিলে কি উত্তর দেওয়া যাবে?
৩) ফরজ গোসলের মতো অর্থাৎ কুলি করা, নাকে পানি দেওয়া এসব না করে শুধুমাত্র সমস্ত শরীর ধৌত করার পর কি ওজু ছাড়া নামাজ পড়া যাবে? [ যখন গোসল ফরজ হয়না সেসময়]
৪)ফরজ গোসলের নিয়ম মেনে গোসলের পর ওজু ছাড়া নামাজ পড়া যাবে?
৫) নাক-কানে ছিদ্র থাকলে কি ফরজ গোসলের সময় এসব ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করানো আবশ্যক?
৬)যদি নাক - কানে দুল পড়া না থাকে তাহলে তো এসব জায়গায় ওজুর সময় পানি প্রবেশ করেনা এক্ষেত্রে কি ওজু হবেনা?
৭) যদি কোনো কাজ হারাম জেনেও ওই কাজ করি, তখন কি আর দোয়া কবুল হয়না?