ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)১ম স্বামীর ৩ তালাকের পর ইদ্দত পালন শেষে ২য় বিয়ে হয়।সেখানেও তালাক হয় এখন ১ম স্বামী বিয়ে করবে।
এখন ৩ হায়েযের পর তথা ৩য় হায়েযের ৪ দিন পর যদি হায়েজ ভালো হয়, তাহলে কিছুদিন অপেক্ষা করে বিয়ে করবে। তথা হায়েয শুরুর পর থেকে ১০ দিন অপেক্ষা করে তারপর বিয়ে করবে।
(২) এখন ৪ -৫ দিন পর বিয়ে করে পরে যদি ১ বা ২ দিন পর রক্ত দেখা যায়, এবং ১০ দিনের ভিতর বন্ধ হয়, তাহলে বুঝতে হবে, এখনো ইদ্দত শেষ হয় নাই, তাই বিবাহকে দোহড়াতে হবে।
(৩) স্ত্রীর সাথে কথা বলার সময় পানির মত কিছু বের হলে,সেটা মযি বলে, এদ্বারা গোসল ফরয হবে না।
(৪) স্ত্রীর পায়ুপথ ছাড়া বিভিন্ন পজিশনে সহবাস করা যাবে।
(৫) স্ত্রী যদি স্বামীর সহবাসে সাড়া না দেয়, তখন স্ত্রীর পাপ হবে। তবে বিশেষ কোনো পজিশন ভালো না লাগলে, স্ত্রী বাধা দিতে পারবে।
(৬) স্বামী যদি স্ত্রীর নাচ দেখতে চায় রাতে, স্ত্রী যদি না করে, তাহলে পাপ হবে না।
(৭) স্ত্রীর সহবাস করার ইচ্ছা কম,কিন্তু হাজবেন্ড চায় একদিন পর পর সহবাস করতে। স্ত্রী রাজি না হলে, স্বামীর উচিৎ দ্বিতীয় বিয়ে করে নেয়া বা রোযা রাখা।
(৮) হায়েয অবস্থায় বিয়ে বৈধ হবে তবে সহবাস বৈধ নয়।