আসসালামু আলাইকুম প্রিয় শায়খ
আমি একজন জেনারেল শিক্ষিত এবং একটা চাকরি করি।
আমার স্ত্রী তার বাসায় থাকে। আমাদের বিবাহ হয়েছে অল্প কিছুদিন। আমার স্ত্রী হিফজ শেষ করে একবার শুনানি দিয়েছেন। যেটা বিবাহের আগে সম্পন্ন হয়েছে।
এখন দ্বিতীয়বার শুনানি দিতে আগ্রহী।বাড়ির কাছাকাছি একটা মাদ্রাসা আছে কিন্তু ওই মাদ্রাসায় তার বয়সী কোন ছাত্রী নেই। বাসা থেকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে একটি বাজার আছে । হেঁটে যেতে ২০ মিনিট লাগে। আর থাকলে প্রত্যেক সপ্তাহে বাড়ি আসতে পারবে।
আমি তিন মাস পর পর বাড়িতে যাই । তার পড়াশোনার জন্য আমি বেহেশতি জেওর, বুখারী শরীফ, পোশাক পরদা ও দেহসজ্জা, আল আজকার...ইত্যাদি বই দেই।
এখন প্রশ্ন হল :
১/সেকি উক্ত মাদ্রাসায় শুনানি দিতে পারবে তার বাবার বাড়ি থেকে? (আমাদের বাড়ির আশেপাশে কোন মহিলা হিফজ মাদ্রাসা নেই)
২/যেহেতু সে একটি মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছে, তাই এই মাদ্রাসায় যদি এক মাসের জন্য সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়ে সম্পন্ন করে আসতে পারে অথবা যদি কোন ভুল থাকে সেটা শুদ্ধ করে নিয়ে আসতে পারে সেটা কি ভালো হবে?
উল্লেখ্য : শুনানি করতে কমপক্ষে ছয় মাসের উপরে লাগবে. এতদিন তো শ্বশুর বাড়িতে রাখা সম্ভব নয়,
তার উপরে বিবাহিত মেয়েদের নাকি বাসায় বসে পড়াটাই উত্তম, এ ক্ষেত্রে এখন করণীয় কি?
একটি উত্তম পরামর্শ প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
জাযাকাল্লাহ।