বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"হাঁচি জান্নাত থেকে আসে, হাই উঠা জাহান্নাম থেকে আসে।" কথাটা সত্য নয়।
(২)
২. হাঁচি দিলে "আলহামদু লিল্লাহ" এবং হাই উঠলে "আস্তাগফিরুল্লাহ"
এটা হাদীস দ্বারা প্রমাণিত
(৩)
কোনো নবজাতকের জন্মের পর মায়ের সাথে লেগে থাকা যে নাড়ি/নাভির অংশ কেটে ফেলা হয়, সেই অংশটা অনেকেই নামকরা কোনো স্কুল/কলেজ/ভার্সিটির মাঠে পুঁতে দেয়। কেউ কেউ মনে করে এতে করে আল্লাহ চাইলে সেই বাচ্চাটি ঐ শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবে।এমনটা করা কুসংস্কার ও বিদ'আত। সুতরাং পরিত্যাজ্য।
(৪)
অসম্মান প্রদর্শনের উদ্দেশ্য পশ্চিম দিকে পা রাখা, থুথু নিক্ষেপ,কোনো কিছু নিক্ষেপ করা কুফুরী।
অপারগ অবস্থায় রাখা জায়েয।অনিচ্ছাকৃত হলে জায়েয।ইচ্ছাকৃত তবে অসম্মান প্রদর্শনের নিয়তে নয়, এমন হলে মাকরুহ।কেননা আমাদের সমাজে অসম্মানই গণ্য করা হয়।আল্লাহ-ই ভালো জানেন।বিস্তারিত জানতে ভিজিট করুন-
(৫)
যখন সে বলছে,তখন যেহেতু ডিএক্টিভ ছিলো তাই নেই বলে সেই ডিএকট্টিভ এর দিকে ইঙ্গিত করার নাম হবে তাওরিয়াহ।তাওরিয়াহ শুধুমাত্র শরয়ী প্রয়োজনে জায়েয।
সুতরাং যদি উপযোক্ত কোনো কারণ থাকে,তাহলে আপনি এমনটা বলতে পারবেন।নতুবা পারবেন না।