অন্যার জমা ক্রত টাকায় আমি একটি কোর্স কিনেছিলাম তার টাকা যে ব্যবহার করেছি এটা সে জানেনা, এবং সে এই টাকা যে ব্যবহার করতে পারবো না এমন কোন ক্লিলিয়ার কথা বলে দেই নি, আমি সেই টাকা আবার সময় মত পূর্ন করে রেখেছি যা তার কোন ক্ষতি হয়নি, এতে করে আমি যে কিনেছি এবং শিখতি ক্যারিয়ার ডেভেলপ করার জন্য এতে করে আমার কি গুনাহ হতে থাকবে নাকি এমন টি করার বিনিময়ে একবার ই গুনাহ হবে, বা এর ধারা কোন গুনাহ হবে না, এর মাধ্যমে তার কোন ক্ষতি সাধিত হয় নি।