আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
১।অনেক সময় কাপড় পাতলা হয়ে থাকে সেই কাপড় নিয়ে নামাজ পড়তে গেলে পিছনে লাইট জালানো থাকে রুকু দিতে গেলে ঝাপসা ভাবে রানের কিছু অংশ দেখা যায়

২।যদি কোনো পাঞ্জাবি  টুপি ইত্যাদি  পরলে আমাকে মানাবে  না সেই গুলি না পড়ে, যে পাঞ্জাবি  টুপি ইত্যাদি  পরলে আমাকে মানাবে সেইগুলি পরলে রিয়া হবে বা ইমানে সমস্যা হবে
৩।ভুলে বা মুখ ফসকে এবং যে কথা বা কাজ করলে ইমান চলে যায় সেই  কথা বা কাজ করার পর মনে পড়ে তাহলে ইমান চলে যাবে কি?

৪।কেউ যদি না জানে এই কথা বা কাজ করলে ইমান চলে যাবে তাহলে কি ওযর বিল জাহালত হিসেবে গন্য হবে

1 Answer

0 votes
by (721,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
এমন কাপড় যার দ্বারা শরীরের নিচের অংশ দেখা যায়, তাহলে এর দ্বারা সতর ঢাকা হয়েছে বলে সাব্যস্ত হবে না। তাই এমন কাপড় পরিধান করলে নামায হবে না। {আপকি মাসায়িল আওর উনকা হল- ৩/৩২০}
اذا كان الثوب رقيقا بحيث يصف ما تحته أى لون البشرة لا يحصل به سترة العورة (حلبى كبير-214)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এমন পাতলা কাপড় যা দ্বারা সাধারণত শরীরের রঙ দৃষ্টিগোচর হয় না। তবে পিছনে লাইট জালানো থাকলে,তখন রঙ দৃষ্টিগোচর হয়, এমন কাপড় দ্বারা লাইট জ্বালানো অবস্থায় নামায হবে না। তবে লাইট জ্বালানো না থাকলে নামায হবে।

(২) যে পাঞ্জাবি  টুপি ইত্যাদি পরলে আমাকে মানাবে  সেইগুলি পরলে রিয়া হবে না বা ঈমানে কোনো সমস্যা হবে না।

(৩) ভুলে বা মুখ ফসকে এবং যে কথা বা কাজ করলে ইমান চলে যায় সেই কথা বা কাজ করার পর মনে পড়লে ঈমান যাবে না। তবে সবকথা সমান নয়, তাই হুবহু ঐ কথা কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করতে হবে।

(৪) কেউ যদি না জানে এই কথা বা কাজ করলে ইমান চলে যাবে তাহলে ওযর বিল জাহালত হিসেবে গন্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 88 views
...