ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
এমন কাপড় যার দ্বারা শরীরের নিচের অংশ দেখা যায়, তাহলে এর দ্বারা সতর ঢাকা হয়েছে বলে সাব্যস্ত হবে না। তাই এমন কাপড় পরিধান করলে নামায হবে না। {আপকি মাসায়িল আওর উনকা হল- ৩/৩২০}
اذا كان الثوب رقيقا بحيث يصف ما تحته أى لون البشرة لا يحصل به سترة العورة (حلبى كبير-214)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এমন পাতলা কাপড় যা দ্বারা সাধারণত শরীরের রঙ দৃষ্টিগোচর হয় না। তবে পিছনে লাইট জালানো থাকলে,তখন রঙ দৃষ্টিগোচর হয়, এমন কাপড় দ্বারা লাইট জ্বালানো অবস্থায় নামায হবে না। তবে লাইট জ্বালানো না থাকলে নামায হবে।
(২) যে পাঞ্জাবি টুপি ইত্যাদি পরলে আমাকে মানাবে সেইগুলি পরলে রিয়া হবে না বা ঈমানে কোনো সমস্যা হবে না।
(৩) ভুলে বা মুখ ফসকে এবং যে কথা বা কাজ করলে ইমান চলে যায় সেই কথা বা কাজ করার পর মনে পড়লে ঈমান যাবে না। তবে সবকথা সমান নয়, তাই হুবহু ঐ কথা কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করতে হবে।
(৪) কেউ যদি না জানে এই কথা বা কাজ করলে ইমান চলে যাবে তাহলে ওযর বিল জাহালত হিসেবে গন্য হবে।