ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোন প্রকার মহর উত্তম?
এ সম্পর্কে ফুকাহায়ে কেরামগণের বিবরণ বিরোধপূর্ণ লক্ষ্য করা যায়। যেমন,
মহরে ফাতেমী থেকে মহরে মিছিল বেশী হলে মহরে মিছিল-ই উত্তম।(দরসে মিশকাত-৩/২৮)
মহরে মিছিলের মুকাবেলায় মহরে ফাতেমী-ই উত্তম।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১২/৩১)
মহরে ফাতেমী হল,
৫০০ দিরহাম, যা বর্তমান হিসাব অনুযায়ী..
১৩১.২৫৩ তোলা (প্রায় ১৩১ভরি ৩ মাশা)
বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপা। (এক দিরহামের ওজন হল ৩.০৬১৮ গ্রাম।)
রূপার বর্তমান বাজর মূল্য যত টাকা ভরি হবে,
সেটা দিয়ে ১৩১.২৫৩ কে গুণ দিতে হবে।
তাহলেই মহরে ফাতেমীর হিসাবটা টাকায় বেরিয়ে আসবে।
ধরুণ রূপার বর্তমান বাজার মূল্য ভরি প্রতি ১০০০ টাকা,
তাহলে মহরে ফাতেমী আসবে-
১৩১.২৫৩≠১০০০৳
= ১,৩১,২৫৪টাকা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
220
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১ ভরি স্বর্ণ মোহর নির্ধারণ পাত্রী এর অসম্মানি হবে না যদি পাত্রী তাতে সম্মত থাকে। হ্যা, বিয়ের সময় সমূদয় মহর পরিশোধ করে দেয়া অবশ্যই উত্তম। সুতরাং ততটুকু মহরই নির্ধারণ করবেন, যা সাথে সাথে পরিশোধ করতে পারেন। হ্যা, আংশিক মহর বাকী রাখাও বৈধ আছে।