আসসালামু আলাইকুম
১, ফরজ গোসলের সঠিক নিয়ম
২, গোসল ফরজ না হলেও উক্ত নিয়মে গোসল করলে সেই অজুতে সালাত পড়া যাবে কিনা?
৩, ফরজ গোসলের সময় বা শেষ এ যদি কেউ সম্পুর্ন বিবস্ত্র হয় তাহলে কি অজু থাকবে? সে অজুতে সালাত আদায় করা যাবে কিনা?
৪, অজু অবস্থায় নিজের দৃষ্টি নিজের বা স্বামীর দৃষ্টি স্ত্রীর বা স্ত্রীর দৃষ্টি স্বামীর লজ্জা স্থানের প্রতি পরে তাহলে কি অজু থাকবে কিনা? (কোন কাম বাসনা ছাড়া)