আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
79 views
in সালাত(Prayer) by (25 points)
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
.

নামাজে অন্য কিছু মনে মনে পড়ে ফেললে (যেমন : কারও জামার পেছনে লিখা কিছু / ঘড়ির টাইম /...)  কি নামাজ ভেঙে যাবে?

একবার যুহরের নামাজের ভিতর সামনে নিচে রাখা নামাজের সময় সুচির মাঝে ' ল্লা ' লেখাটা চোখে বাজে আর এতেই আর কিছু না দেখেই বুঝে ফেলেছি যে শব্দটা ' আল্লাহ ' লিখা,  যদিও সাথে সাথে চোখ নামিয়ে ফেলি।

আরেকবার তারাবীতে নামাজের বিছানায় 'MAD..' শব্দ চোখে বাঝায় বুঝতে পারি এখানে ' Made in ' লেখা আছে।

এই নামাজ গুলো কি আবার পড়তে হবে? নাকি হয়ে গেছে?

1 Answer

0 votes
by (574,050 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ   
রাসূল সাঃ ইরশাদ করেছেন

إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ»

নিশ্চয় এ নামায; এতে মানুষের মুখে প্রচলিত কথা বলা উচিত নয়। নিশ্চয় এটি তাসবীহ, তাকবীর এবং কুরআন তিলাওয়াতের স্থান। [সহীহ মুসলিম, হাদীস নং-৫৩৭] 

নামাজে সামনের মুসাল্লির টি-শার্টে কোন লেখা মুখে উচ্চারণ করে পড়লে নামাজ ফাসেদ হয়ে যাবে। এমতাবস্তায় উক্ত নামাজ পুনরায় পড়তে হবে। তবে লেখাটি মনে মনে পড়লে নামাজ নষ্ট হবে না। তবে মাকরুহ হবে। এমনটি করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। অবশ্য ওই নামাজ আদায় হয়ে যাবে। তা পুনরায় পড়তে হবে না। 

(আদ্দুররুল মুখতার ১/৬৩৪)

مراقی الفلاح
 :” لو نظر المصلي إلى مكتوب وفهمه، سواء كان قرآنا أو غيره، قصد الاستفهام أو لا، أساء الأدب ولم تفسد صلاته لعدم النطق بالكلام“

 حاشیہ طحطاوی
:”وجه عدم الفساد أنہ إنما يتحقق بالقراءة،وبالنظروالفهم لم تحصل وإليه أشار المؤلف بقوله لعدم النطق۔۔۔۔قوله:(أساء الأدب)لأن فيہ إشتغالاعن الصلاةوظاهره ان الكراهة تنزيهية وهذا إنما يكون بالقصد وأمالو وقع نظره عليه من غير قصده وفهمه فلا يكره“

 (حاشیۃالطحطاوی علی مراقی الفلاح ،جلد01،صفحہ460، مکتبہ غوثیہ ،کراچی)

সারমর্মঃ-
যদি কোনো মুছল্লি কোনো লেখার দিকে নজর দেয়,এবং তাহা বুঝে নেয়,চাই তাহা কুরআন হোক অথবা অন্য কিছু হোক,বুঝার চেষ্টা করুক বা না করুক,সেক্ষেত্রে নামাজ ফাসেদ হয়ে যাবেনা। কথা না বলার দরুন।

 بحر الرائق
:”ولم يذكروا كراهة النظر إلى المكتوب متعمدا وفي منية المصلي ما يقتضيها فإنه قال ولو أنشأ شعرا أو خطبة ولم يتكلم بلسانه لا تفسد وقد أساء وعلل الإساءة شارحها باشتغاله بما ليس من أعمال الصلاة من غير ضرورة “
 (بحر الرائق ،جلد02،صفحہ25، مطبوعہ  کوئٹہ )

সারমর্মঃ-
যদি কেহ শের পড়ে,অথবা খুতবা পড়ে,জবান দিয়ে কিছু উচ্চারণ না করে,সেক্ষেত্রে নামাজ ফাসেদ হয়ে যাবেনা।

 ردالمحتار

:”وببصره يكره تنزيهاأي من غير تحويل الوجه أصلا“
(رد المحتارمع الدرالمختار،جلد02،صفحہ495،  مطبوعہ کوئٹہ)
সারমর্মঃ-
চেহারা ঘুরানো ব্যাতিত কোনো দিকে নজর দিলে মাকরুহে তানযিহি হবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার ঐ নামাজ গুলি আদায় হয়ে গিয়েছে। পুনরায় পড়তে হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 187 views
+1 vote
1 answer 629 views
...