ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহর নামের সম্মানার্থে বাথরুম বা নোংড়া কোনো স্থানে আল্লাহর নাম উচ্ছারণ করা যাবে না। এজন্যই বাথরুমে প্রবেশের পূর্বেই দু'আ পড়ে যেতে হয়।
قال ابن عابدین:(قولہ: إلا حال انکشاف إلخ) الظاہر أن المراد أنہ یسمی قبل رفع ثیابہ إن کان فی غیر المکان المعد لقضاء الحاجة، وإلا فقبل دخولہ، فلو نسی فیہما سمی بقلبہ، ولا یحرک لسانہ تعظیما لاسم اللہ تعالی(الدر المختار مع رد المحتار:۲/۲۲۷، زکریا، دیوبند)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যার কারণে বাথরুমে যদি কেউ আল্লাহর নাম অনিচ্ছায় উচ্ছারণ করে নেয়, তাহলে ঈমানে কোনো সমস্যা হবে না।
(২) অনিচ্ছাকৃত মনে মনে আল্লাহর নাম বাথরুমে উচ্ছারণ হয়ে গেলে ঈমান চলে যাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
4560