আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
115 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম

আমার একজন পরিচিত একটা মেয়ের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল

ছেলেটা মেয়েটাকে বলেছে তার দুইজন সাক্ষীর সামনে যদি তারা বিয়ে পড়ে তাহলে তাদের বিয়ে হয়ে যাবে|

ছেলেটা বিয়ে করার সময় এগুলো বলে যে- আমি,(ছেলেটার নাম),(ছেলেটার বাবার নাম),(মেয়েটার বাবার নাম),(মেয়ের নাম) বলে-তারপরে বলে যে আল্লাহকে সাক্ষী রেখে আমার চরিত্র হেফাজতের জন্যে আমি (মেয়েটার নাম বলে) বিবাহ করিলাম।তারপরে মেয়েকে জিজ্ঞাসা করে যে- তুমি কী রাজি আছো? মেয়েটা বলে যে হা আমি রাজি আছি। তারপরে আবার মেয়েটাকে এভাবে দুইবার জিজ্ঞাসা করে যে সে রাজি আছে কিনা। উল্লেখ্য এই যে , বিয়ে যে ছেলেটা করছে সেই ছেলেটাই -ই বিয়ে পড়িয়েছে,কারো অজু ছিলো না, কোনো কালেমা বা দোয়া পড়ানো হই নাই, সাক্ষী যে দুইজন ছিল সেই দুইজন ছিলো ছেলের পক্ষ থেকে, মেয়ের কোনো সাক্ষী ছিলো না, মোহরানা উল্লেখ করা হয় নাই,ছেলে মেয়ে দুইজনের পরিবারের মা বাবা কেও উপস্থিত ছিল না। আমার প্রশ্ন হচ্ছে যে হানাফি মাজহাব অনুযায়ী কী তাদের বিয়ে তা কী সম্পূর্ণ হয়েছে?

তারপরে তাদের মাঝে তালাক হয়। মেয়েটা জোর করে তার স্বামীর কাছ থেকে তালাক নেয়। তার স্বামী এসব বলে তালাক দেয় -১ তালাক, ২ তালাক, ৩ তালাক।
২য় বার তালাকের সময় তার ছাড়ার উদ্দ্যেশে বলে যে তোমাকে ছেড়ে দিয়েছি

দ্বিতীয় বারের পর আমরা আবার তারা বিয়ে করে। দুইজন সাক্ষী নিয়ে । তখন বলে যে - আমি,ছেলেটার নাম,ছেলেটার বাবার নাম,আমার বাবার নাম,মেয়ের নাম বলে-তারপরে বলে যে আমি মেয়েটাকে বিবাহ করিলাম।তারপরে মেয়েকে জিজ্ঞাসা করে যে- তুমি কী রাজি আছো? মেয়েটা বলে যে হা আমি রাজি আছি। তারপরে আবার মেয়েটাকে এভাবে দুইবার জিজ্ঞাসা করে যে সে রাজি আছে কিনা।

৩য় বার তালাকের সময় সে বলে যে আমি তোমাক তালাক দিলাম

উল্লেখ্য স্বামীর তালাক দেওয়ার ইচ্ছা কোনোভাবেই ছিল না, স্বামী স্ত্রীর জোরাজড়িতে তালাক দিতে বাধ্য হই।

এগুলোর পরে কী মেয়েটাকে আর ফিরায় নেওয়ার সুযোগ আছে?

উল্লেখ্য- বিয়ের সময় মেয়ের বয়স ছিলো ১৯, ছেলের বয়স ছিল ২০।( বিয়ে হই ০৯/০৮/২০২৩ইং , ছেলের জন্ম তারিখ-২৯/০৮/২০০২)
by (6 points)
দ্বিতীয় বার বিশুদ্ধ না হওয়ার কারণ কী? কারণসহ উল্লেখ করলে ভালো হতো

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- 994 কুফু সম্পর্কে জানতে ভিজিট করুন-780 
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন-1525

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ছেলে মেয়ের যদি কু'ফু ঠিক থাকে, তাহলে প্রশ্নের বিবরণ অনুযায়ী প্রথমবার যে বিয়ে হয়েছে, তাদের বিবাহ শুদ্ধ হয়েছে। কেননা বিবাহ শুদ্ধ হওয়ার জন্য সাক্ষী শর্ত, মহরানার উল্লেখ শর্ত নয়। মেয়ে মহরে মিছিল প্রাপ্ত হবে। তিন তালাক দেয়া হয়েছে, সেটাও বিশুদ্ধ হয়েছে। পরবর্তী বিয়ে বিশুদ্ধ হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...