আসসালামু আলাইকুম হুজুর,
যেসব আত্বীয় স্বজনরা মাজার মানে অর্থাৎ তারা শুধু মাজার মানে তা নয়, যেই মৃত ব্যাক্তির মাজার তার ছবিও ঘড়ে ঝুলিয়ে রাখে,
এবং খুব কঠিনভাবে মাজারের সব কিছুর সাথে জরিত। তাদেরকে এই বিষয়ে যতোই বুঝানো হোক না কেন তারা এগুলো নিয়ে আরো তর্ক করে।
আমার প্রশ্ন হচ্ছে,
১) তাদের সাথে আত্বীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করবে??
মাঝে মধ্যে কুশল - বিনিময় নাকি অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রাখা যাবে?
২) খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক রাখলে কি গোনাহগার হবে??