ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি অনলাইনে এপ ডেভেলপমেন্ট এর পেইড কোর্স নিয়ে আসতে পারবেন।
আপনি যেই সব রুল লিখেছেন,
(১) পেইড কোর্সের ভিডিওতে আপনার ভয়েস থাকবে কিন্তু কোনোভাবেই আপনি ভিডিওতে আসবেন না।
(২) কোর্সের মার্কেটিং করার সময় নিজের ছবি পোস্টারে দিবেন না।
(৩) আপনার নিয়ত আপনার পেইড কোর্সগুলো শুধুমাত্র পুরুষরাই দেখুক।
এই তিনটি রুল বা আপনার গৃহিত সিদ্ধান্ত ভালো ও উত্তম এবং শরীয়ত সমর্থিত। এবং এই তিনটি শর্তের আলোকেই আমরা অনায়াসে জায়েয বলবো। আপনি এপে লিখে দিবেন যে, এখানে শুধুমাত্র পুরুষরাই দেখবে বা শিখবে।তারপরও যদি কোনো নারী এনরোল করে নেয়, তাহলে এতে আপনি দায়বদ্ধ থাকবেন না। তাছাড়া ফিতনার আশংকা না থাকলে পুরুষদের আওয়াজ শ্রবণ করা নারীদের জন্য রুখসতযোগ্য।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) এভাবে কোর্স লঞ্চ করা নাজায়েয হবে না।
(২) উক্ত কোর্স থেকে ইনকামকৃত টাকা আপনার জন্য হারাম হবে না।
(৩) আপনার এবং আপনার পরিবারকে আল্লাহ কবুল করুক।আমীন। আমাদের ওয়েবসাইটের জন্য আপাতত এপ ভার্সন বানানোর কোনো চিন্তাভাবনা নাই। ভবিষতে প্রয়োজন হলে আপনার কথা বিবেচনায় রাখা হবে।
(৪) আপনি আপনার প্রথম মাসের বেতনের অর্ধেক মসজিদে এবং অর্ধেক মাদরাসায় দিয়ে দিবেন।বিলম্ব হওয়ার কারণে কোনো গোনাহ হবে না।কাফফারাও দিতে হবে না।