বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনু উমর (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত,
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي الْوَحْدَةِ مَا أَعْلَمُ ، مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ وَحْدَهُ)
তিনি বলেন, যদি লোকেরা একা সফর করতে কি অনিষ্ট রয়েছে তা জানত, যা আমি জানি, তবে কোন আরোহী রাতে একাকী ভ্রমণ করত না। (সহীহ বোখারী-২৭৯০/২৯৯৮)
( أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْوَحْدَةِ أَنْ يَبِيتَ الرَّجُلُ وَحْدَهُ أَوْ يُسَافِرَ وَحْدَهُ )
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কোনো ঘরে একাকি রাত্রিযাপন বা কোথাও একাকি সফর করা থেকে নিষেধ করেছেন। (মুসনাদে আহমাদ-২/৯১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখানে নিষেধ করা দ্বারা উদ্দেশ্য হল মাকরুহ। কেননা একাকি রাত্রিযাপন বা একাকি সফরে যদি কখনো কোন প্রকার সমস্যা দেখা দেয়, তাহলে সাহায্য করার মত কেউ থাকবে না। সেজন্য মাকরুহ বা অপছন্দনীয় বলা হয়েছে। তবে কেউ যদি একাকি সফর বা একাকি রাত্রিযাপন করে নেয়, তাহলে এক্ষেত্রে কোনো গোনাহ হবে না।