আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
.
কোনো মানত যদি হারাম কাজের সাথে সম্পর্কিত হয়, অর্থাৎ {আমি যেদিন গীবত করবো সেদিন ১০ রাকাআত নামাজ আদায় করবো, কুরআনের কসম, যদি না আদায় করি তাহলে পড়ালেখা হবে না আমার} -এ ধরণের কথা বলা হয়_তাহলে যতবার/যতদিন গীবত করা হবে ততবারই কি ১০ রাকাআত নামাজ পড়া আবশ্যক? না পড়লে কাফফারা আদায় করতে হবে? আর পার্মানেন্টভাবে এই কসম বাতিল করার কোনো উপায় আছে? (একবার গীবত করার পর নামাজের কথা মনে ছিল না, এখন ভয়ে আছে ইলম নষ্ট হয়ে যায় কি না)
[যখন কসম সম্পর্কে সঠিক জ্ঞান ছিল না তখন কসম করা হয়েছে, জোরে কসম করা হয়েছে কি না মনে নেই, অনেক আগের কথা, বিড়বিড় করে বা মনে মনে বলা হয়ে থাকতে পারে]