السلام عليكم ورحمة الله وبركاته
এক বোনের প্রশ্ন, উনি পরিবারকে না জানিয়ে একটি বিবাহিত ছেলেকে বিয়ে করেন যার একটি মেয়ে ও আছে। বোনের পরিবার যখন বিষয়টা জানতে পারেন তখন ছেলের সাথে কথা বলেন।ছেলে তাদের থেকে ১বছরের সময় নেন বোনকে নিয়ে যাওয়ার জন্য। ছেলে বোনটাকে বলেছিলেন আমি আমি আমার ১ম বউকে কখনোই ছাড়তে পারব না। ১ম বউ বা তার পরিবার বিয়ের বিষয়ে কিছুই জানেন না। বোনের পরিবারের দেওয়া সময় শেষ হলে ছেলের সাথে কথা বলেন বোনের বাবা।তখন ছেলে বলে সে আলাদা রুম নিবে কিন্তু পরবর্তীতে সে তেমন কিছুই করেনা। এমনকি বোনটার খরচটাও দেননা। বোনটা নামাজ পড়তে চান, কোরআন শিখতে চান কিন্তু পারেন না। বোনটা যা ইনকাম করেন তা দিয়ে সে কোনো মতো চলেন। উনি যেখানে কাজ করেন সেখানে নামাজের ব্যবস্থা নেই।বোনটার বয়স হয়েছে। তার বাবার ও বয়স হয়েছে। বোনটা তার দায়িত্বের কথা স্বামী কে বললে সে ডিরেক্ট কিছু বলেনা। যা বলেছেন তা থেকে এই বোঝা যায় সে তার দায়িত্ব নিতে পারবেন না। যেভাবে আছেন সেভাবেই থাকবেন। একথা শোনার পর বোন তার স্বামীকে বলেন তাহলে আপনার আর আসতে হবে না।আমায় যেহেতু কষ্ট করতে হবে আমি একাই কষ্ট করবো আপনার সাথে থেকে আমার লাভ কী? বোনের পরিবার বিষয়টা জানতে পারেন বোনকে বলেন ঠিক আছে তাকে ছেড়ে দাও।আমরা ইনশাআল্লাহ একটা বাচ্চা আছে বউ হয়তো মারা গেছেন এমন কাউকে দেখে তোমায় বিয়ে দিবো। বোনের বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখিয়েছেন বলছেন সব নরমাল।
এখন সমস্যা হচ্ছে তার স্বামী তাকে ছাড়া থাকতে পারবেন না বলছেন। নিজেকে শেষ করে দিবেন বলছেন। বোন টা বলছেন আপনার মা বিয়ের বিষয় টা জানতে পারলে আপনাকেতো আর আমার সাথে রাখবেন না। কারণ সে ছেলেকে ভীষণ ভালোবাসেন ও আগের ঘরে ১বাচ্চা ও আছে।
বোনটাকে খুব জোর দিচ্ছেন তার স্বামী, কিন্তু বোনটা যদি চলে যান তার সাথে তাকে হয়তো সারাজীবন একাই কাটাতে হবে। তার স্বামী শুধু একদিন তাও লুকিয়ে আসবেন হয়তো,তাই বোনটা টোটালি ছাড়াছাড়ি করতে চাইছেন।আরেকটি বিষয়, বোনটার আগেও এরকম বিবাহিত ছেলের সাথে বিয়ে হয়েছিল যেখানে স্বামী তাকে ছেড়ে দিয়েছিলেন সমস্যা হওয়ায়, সেখানেও একটা বেবি ছিল। ছেলের পরিবারও জানতেন কিন্তু বোনটাকে সাহায্য করেননি।
বোনটার বর্তমান স্বামী তাকে ছাড়তে চাচ্ছেন না তাই তাকে অনেক অভিশাপ দিয়েছেন বলেছেন আজ যাদের জন্য তুমি আমায় ছাড়ছো তারা তোমায় দেখবে না, বোনটা মুলত তার ভর্বিষ্যত,তার স্বামীর ঘরে যে বাচ্চা টা আছে তার কথা,তার বাবা বৃদ্ধ সে কতো দিন তাকে দেখবেন সেইসব ভেবেই বিচ্ছেদ চাচ্ছেন,,,, সে কী ভুল কী করছেন??
সে রবের দ্বীন পালন করতে চান,পর্দা করতে চান,তার রিজিক কার মাধ্যমে আসবে সে জানে না তাই তাকে তার রিজিক নিয়ে পেরেশান থাকেন, সে সত্যি এখন বড্ড ক্লান্ত!সে আর পারছেন না সংগ্রাম করতে এখন তার করণীয় কী?
*তাঁদের এখনো তালাক হয়নি!
বোনের এই ছেলেকে ছেড়ে দিয়ে নতুন করে দ্বীনদার জীবনসঙ্গীর জন্য ফিকির করা উচিৎ? এই চাকরি করা বোনের জন্য যায়েজ? এই মুহূর্তে উনার কি করণীয়?