আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
১। আজকে বিকালে টিউশনি করতে গিয়েছিলাম সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করি এবং এশার পর কুরআন তেলাওয়াত করে বাসায় আসি, বাসায় এসে দেখি যে মজি বের হয়েছে এখন কখন মজি বের হয়েছে সেটা বুঝতে পারি নাই এখন আমি যে নামাজ পড়েছি এবং কুরআন পড়েছি এই অবস্থা এখন কি আমার গুনাহ হবে??
২।৷ আমি মাঝখানে ভেবেসিলাম হয়ত মজি বের হ'য়ে ছে পরে গুরুত্ব দেই নি ভাবসি শয়তানের ওয়াসওয়াসা হয়ত এখন কি এর কারণে আমার ঈমানের কোন ক্ষতি হবে???
৩। এখন কি আমার পুনরায় নামাজ পড়তে হবে কি?? পড়লে কোন ওয়াক্ত পড়তে হবে?