আমার স্বামী সৌদি গিয়েছেন এক কাজে নিয়ে তাকে অন্য কাজ দিয়েছে। তাছাড়া বৈধতার কাগজ গুলি তারা করে দিচ্ছে না। যদি করেও দেয় খুব অল্প সময়ের জন্য করে দিবে ।অথচ তারা বেতন এর ৫০% নিয়ে নিবে ।
কিছু সময়ের বৈধতার কাগজ দিলেও পরবর্তী সময়ে তাকে আবার অবৈধভাবে কাজ করতে হবে। তার করা কাজ হালাল।
অবৈধ থাকার জন্য তার করা ইনকামের টাকাটা কি হারাম হয়ে যাবে?
বৈধ থাকার জন্য সরকারি যে টাকা বা রিয়েল দিতে হয় তা গরিবের মাঝে দান করে কাফফারা আদার করা যাবে কিনা জানতে চাই।
চাইলে এখন দেশে আসতে পারছে না। মাএ অল্প কিছু সময় হয় গিয়েছেন।