আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
106 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
শায়েখ আমার মামা শশুর ও মামী শ্বাশুড়ি হজ্ব করতে যাবে । তাই পরিবার বার ও কিছু মানুষ কে এক বেলা খাওয়াচ্ছিল। তার অনুষ্ঠান।

তারা  প্রতি বছর পিকনিক করে দিয়ে কেক কাটে ও মজা করে সবাই খাই।
এই বছর এ  সেটা মনে হয়নি হয়নি বা হলেও , আজকে এই সামান্য আয়োজন হজ্ব এ যাবে তাই সবাই কে খাওয়াচ্ছে।
তাই কেক এ ফ্যামিলি লেখা ছিল । এবং সেই কেক কেটে সবাই খেয়েছি ।
১.এর জন্য  ঈমান চলে যাবে?
২. কবীরা গোনাহ হবে?

1 Answer

0 votes
by (574,260 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/61209/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ المَدِينَةَ، نَحَرَ جَزُورًا أَوْ بَقَرَةً»".

জাবির (রাঃ)] হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর হতে মদীনায় ফিরে আসলেন, তখন একটি উট অথবা গরু যাবাহ করে খাওয়ালেন। 
(বুখারী ৩০৮৯.মিশকাত ৩৯০৫।)

"عن عبد الله بن عمر -رضي الله عنه- قال: قال رسول الله ﷺ: إذا لقیت الحاج فسلم علیه، وصافحه، ومره أن یستغفر لک قبل أن یدخل بیته، فإنه مغفور له". (مسند إمام أحمد بن ۲/ ۶۹، رقم: ۵۳۷۱)

’আব্দুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি কোন হাজীর সাক্ষাৎ পাবে তাকে সালাম দিবে, মুসাফাহা করবে আর তাকে অনুরোধ জানাবে, তিনি যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তার ঘরে প্রবেশের পূর্বেই। কারণ তিনি (হাজী) ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি।
(মুসনাদে আহমাদ ৫৩৭১, মিশকাত ২৫৩৮)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হজ/ওমরাহ তে যাওয়ার পূর্বে এভাবে দাওয়াত মেহমানদারী করা ভুল পদ্ধতি। 
তবে মেহমান এসে গেলে আবশ্যকীয়তা মনে না করে তার মেহমানদারী করানোতে সমস্যা নেই।

লোকদের দাওয়াত খাওয়ানোর মাসয়ালা হলো,এটিকে যদি দ্বীনের অংশ মনে না করে,ওয়াজিব মুস্তাহাব মনে না করে,রিয়া তথা লোক দেখানোর বিষয় না থাকে, ও আত্মগৌরব উদ্দেশ্য না হয়,সেক্ষেত্রে এভাবে দাওয়াত খাওয়ানোতে গুনাহ হবেনা।
নতুবা গুনাহ হবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কেক কাটা নাজায়েজ নয়। এটা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ নয়।

সুতরাং প্রশ্নে উল্লেখিত কেক খাওয়ার দরুন আপনার গুনাহ হয়নি।

এর দরুন ঈমান চলে যাওয়ার প্রশ্নই উঠেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...