আসসালামু আলাইকুম,, আমি একজন মেয়ে,,যখন দ্বীনের বুঝ ছিলনা একজনের সাথে প্রেমের সম্পর্ক হয় এবং গোপনে বিয়ে করি(২০২০),,যেটা আমার এবং উনার পরিবারের কেউ জানেনা।।আমরা কয়েকদিন একসাথেও ছিলাম।।কিন্তু কিছু মাস পরে আমাদের বনিবনা না হওয়ায় আমরা তালাক নেই(২০২১)।।যখন আল্লাহর রহমতে দ্বীনের বুঝ আসলো এবং এ বিষয় গুলো বুজলাম তখন এ বিষয়ে অনুতপ্ত হই।।
এখন আমার বাসা থেকে বিয়ের কথা হচ্ছে তার যেহেতু দ্বীন বুঝেনা তাই যেমন ছেলে আনে আমার পছন্দ হয়না।।তাই ভেবেছি আহলিয়া ওয়েবসাইট এ বায়োডাটা জমা দিবো,,কিন্তু ওখানে যদি সত্যি বিষয় গুলো উল্লেখ করি আমার ফ্যামিলি সবটা জেনে যাবে এবং আমার জন্য এটা মারাত্মক হুমকি হয়ে দাড়াবে।(((তারা জানলেও কখনোই পাত্র পক্ষকে জানাতে দিবেনা হয়তো।।এমনিতেই আমি পাত্রপক্ষদের আমি ছবি দেইনি সেসব নিয়ে অনেক গুলো বিয়ে ভেঙেছে,,))))।আবার যদি বায়োডাটাতে অবিবাহিত দেই তখনও মিথ্যা বলা হচ্ছে।। এ চিন্তা করে বায়োডাটা দিতে পারছিনা,,অন্যদিকে আমার ফ্যামিলি যেহেতু দ্বীনি নয়,তারা তাদের মতো ফ্যমিলিতে বিয়ের প্রেসার দিচ্ছে।। মানসিকভাবে এসব ভেবে খুবই বিপর্যস্ত হয়ে আছি।।
আমি এখন কি করবো শায়েখ???আমি কি অবিবাহিত লিখে বায়োডাটা দিতে পারবো?