ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হযরত আবু হুরাইরা (রাযি.) হতে বর্ণিত:
عن ابي ھریرة رضي الله عنھ : من صلي صلاة العصر في یوم الجمعة فقال قبل ان یقوم من مقامه " اللھم صل علي محمد النبي الامي و علي الھ وسلم تسلیما غفرلھ ذنوب ثمانین عاما , وكتبت له عبادة ثمانین سنة
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইিহ ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজর পর না উঠে ঐ স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নলিখিত দরুদ শরীফ পাঠ করেব, তার ৮০ বছরের গুনাহ মাফ সবে এবং ৮০ বছেরর নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে।
দরুদটি হলো : ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মািদিনন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া‘আলা আলিহী ওয়াসাল্লিম তাসলীমা’।
তাখরীজুল হাদীস: হাদীসটি বর্ণনা করেন, ইমাম ইবনে শাহীন (রহ.) তার কিতাবদ্বয় “ আফরাদ” এবং আত তারগীব ফি ফাযািয়িলিল আমাল ,(পৃ:২২), ইমাম দারাক্বুতনী (রহ.)তার কিতাব“ আফরাদ (৫০৯৫), ইমাম দাইলামী তার“ মুসনাদুল ফিরদাউস:২/৪০৮, “ আল ক্বওলুল বাদী‘ পৃ:২৮৪।
(২)
জ্বী, যেহেতু এই দু'আগুলো কুরআন হাদীসে এসেছে, তাই এগুলো পড়তে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
185
(৩) ফরয নফল সকল প্রকার নামাযেই পড়তে পারবেন। তবে ইমাম সাহেবের জন্য নির্দিষ্ট দু'আয়ে মাছুরা পর্যন্ত পড়ে সালাম ফিরানো উচিৎ।
(৪) জ্বী, এছাড়াও কুরআনে বর্ণিত অন্যান্য দু'আগুলোও পড়তে পারবেন।