আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
116 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (34 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আপু পুরো ঘটনা বলার আগে আমি একটা মাসয়ালা জানতে চাই। আমার সমস্যা শেয়ার করার আগে এটা জানা সবথেকে গুরুত্বপূর্ণ ।  বছর তিনেক আগে আমি মোবাইলের মাধ্যমে গার্ডিয়ান ছাড়া একা একা বিবাহ করি । বিবাহের প্রক্রিয়া এমন ছিল যে মোবাইলের এপাশে আমার এক বান্ধবী ছিল। আর ওপাশে আমার হাজবেন্ডের এক বন্ধুকে ওলী নির্ধারিত করি । তিনি আমাকে কল দিয়ে  ছেলে সম্পর্কে বিস্তারিত বলে আমার কাছ থেকে সম্মতি নেন । আর ওপাশে আমার হাজবেন্ডের সাথে ওলী ছাড়াও  দুইজন বন্ধু সাক্ষী হিসেবে ছিল। তাদের সামনে তিনি আমাকে কবুল করে নেন। পুরো ব্যাপারটা সম্পূর্ণ অডিও কলে হয়েছিল। আমার সম্মতি নেওয়ার পরে আমি কলে যুক্ত ছিলাম না । পরবর্তীতে আমার যে ওলী ছিল তিনি আমাকে কল দিয়ে জানিয়েছেন যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে । ওপাশে তাদের কোনো কথা আমি কলে শুনিনি । আমি যে পদ্ধতিতে বিবাহ করেছি তা কি শরীয়ত সম্মত হয়েছে অনুগ্রহ পূর্বক খুব শীঘ্রই জানাবেন । আমাদের বিয়ের কাগজে কলমে কোনো প্রমাণ নেই । সম্পূর্ণ মৌখিকভাবে হয়েছে ।

বিঃদ্রঃ আমার হাজবেন্ডের সাথে ভিডিও কল ছাড়া আমার সাথে কখনো সরাসরি কোনো দেখা সাক্ষাৎ হয়নি।

একজন বোনের প্রশ্ন

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অডিও কল ভিডিও কল এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না।বিস্তারিত জানতে..........
(চন্দ আহম আচরী মাসাঈল-২৩০;-দারুল উলূম দেওবন্দের ইফতা বিভাগ কর্তৃক ১৪৩৩হিঃ মোতাঃ২০১২ ইং তে প্রকাশিত)

আল্লামা ইবনে আবেদীন শামী রাহ বলেনঃ
(قَوْلُهُ: اتِّحَادُ الْمَجْلِسِ) قَالَ فِي الْبَحْرِ: فَلَوْ اخْتَلَفَ الْمَجْلِسُ لَمْ يَنْعَقِدْ، ----إلي ان قال-----
وَلَوْ عَقَدَا وَهُمَا يَمْشِيَانِ أَوْ يَسِيرَانِ عَلَى الدَّابَّةِ لَا يَجُوزُ،
স্বামী-স্ত্রী উভয়ের ইজাব-কবুলের মজলিস এক হতে হবে।যদি মজলিস ভিন্ন হয় তাহলে বিবাহ সংগঠিত হবে না।প্রসঙ্গক্রমে আলোচনার এক পর্যায়ে তিনি বলেনঃস্বামী-স্ত্রী দু-জন যদি হাটতে হাটতে ইজাব-কবুল করেন,অথবা সওয়ারীর উপর সওয়ার হয়ে চলতে চলতে ইজাব-কবুল বলেনঃ তাহলেও বিবাহ সংগঠিত হবে না।(রদ্দুল মুহতার-৩/১৪;)

সাক্ষী উপস্থিত না থাকার ধরুণ বিবাহ সংগঠিত হবে না।(ফাতাওয়ায়ে উসমানী-মুফতী তাক্বী উসমানী-২/৩০৫;-"মাকতাবাতু মা'রিফুল কোরআন" করাচী, কর্তৃক১৪৩৩হিঃ-২০১২ইংরেজীে প্রকাশিত) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2679

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বিয়েটা মুবাইল কলে হয়নি, বরং মুবাইল কলে শুধুমাত্র উকিল বানিয়ে দেওয়া হয়েছে, এবং বিয়েটা সেই উকিলের মাধ্যমে সংগঠিত হয়েছে,এবং শরয়ী সাক্ষীও তথায় উপস্থিত ছিলো, তাই উক্ত বিয়ে বিশুদ্ধ হয়েছে। কেননা উকিল বানানোর জন্য মজলিস শর্ত নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...