আসসালামু আলাইকুম।
শায়খ,
১. আমি তাফসীরে মারিফুল কুরআন পড়ছিলাম। সেখানে সূরা নাসরের তাফসীরে বলা হয়েছে যে, এই সূরাটি বিদায় হজের সময় তাসরিকের দিনগুলোর মাঝে মিনায় নাযিল হয়েছিল। আবার আরেকটি মতে এই সূরা মক্কা বিজয়ের আগে নাজিল হয়েছিল।
আমার প্রশ্ন হল, আমরা তো এই বর্ণনাগুলো সাহাবীদের থেকেই পেয়েছি। তাহলে বর্ণনা দুই রকম কেন.? এখানে কি বিষয়টা এমন নয় যে একটি বর্ণনায় সঠিক.?
তাফসীর বিষয়ে আমার দ্বিতীয় প্রশ্ন হল,
২. কোন একটি বিষয়ে একাধিক মত পাওয়া যায়, যেমন ফেরেশতাগণ যখন পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো। এই ব্যাপারে একজন আলিম বলেছিলেন, এই সিজদার একটি মত হল, আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের কারণে তাকে সম্মান প্রদর্শন করে ফেরেশতাগণ সিজদা করেছেন। আরেকটি মত হল, আমরা যেমন কাবার দিকে ফিরে সিজদা করে আল্লাহকে। ঠিক তেমনি কিবলা হিসেবে আদম আলাইহিস সালামকে আল্লাহতালা নিযুক্ত করেছিলেন, এবং ফেরেশতাগণ মূলত আল্লাহকে সিজদা করেছেন আদম আলাইহিস সালামের দিকে।
এই ক্ষেত্রে আমার প্রশ্ন হল, একই বিষয়ে দুই রকম মত কেন হয় মুফাসসিরগণের মাঝে.? এক্ষেত্রে কি দুটি মতই সঠিক.?
আমার দুইটি প্রশ্নের উত্তর বিস্তারিত জানালে আমার অন্তর প্রশান্ত হবে। আপনার প্রতি কৃতজ্ঞতা রইল।