আসসালামু আলাইকুম
দয়া করে উত্তর গুলা দিবেন
কথাগুলো ফোনে হয়েছে।।গতকাল আমার স্বামী বলতেছে কেউ যদি চলে যায় তাহলে আমি তাকে থাকার জন্য বলবো না।।তখন আমি বললাম আমি যদি চলে যায়।।তখন আমার স্বামী বলে যদি কথার অর্থ নেই তুমি কি চলা যাবা নাকি হ্যা অথবা না বলো।।তখন আমি বলছি আমি চলে যাবো বললে তো আপনি বলে দিবেন যাওগা। তখন আমার স্বামী বলল হ্যাৃ অথবা না বলো তখন আমি রাগে বলছি চলে যাবো, এখন কি বলবেন বলেন।।তখন আমার স্বামী বলে তুমি মন থেকে বলো নি,আমি তোমাকে যেতে দিব না।।।
***তারপর আমি বলছি তালাক দিয়ে দেন চলে যাই,,তখন আমার মনে হচ্ছে আমার স্বামী বলছে আচ্ছা।। কিন্তু সাথে সাথে স্বামীকে জিজ্ঞেস করছি আচ্ছা বললেন কেন,,তখন আমার স্বামী বলে আমি আচ্ছা বলি নি,তুমি কানে বেশি শুন,,সে কিছুতেই স্বীকার করে না।।তাই আমারও মনে হলো আমি কি ভুল শুনলাম,, কিনতু আমার মনে হচ্ছে সে আচ্ছা বলছে।।।সকালে আবার জিঞ্জেস করছি সে বলল বলে নাই আচ্ছা।। তাই আমি তাকে বলছি যদি আচ্ছা বলে থাকেন সে বলে আমি বলি নাই,,তারপর বললাম মনে করেন বলছেন তাহলে কেন বলছেন সে বলে আমি আচ্ছা বলি নি,,তাই যদি বলে থাকি এর কোন মানে হয় না,,বাট সে বলতেছে আচ্ছা বলে নাই,,তারপরও বললাম যদি বলে থাকেন তখন সে বলে যদি বলেও থাকি তালাকের জন্য বলি নি।।আমি বললাম তাহলে, তখন সে বলে যদি বলে থাকি আচ্ছা মানে শুনছি কিংবা বুঝছি এরকম কিছু বুঝায়ছি।।
প্রশ্ন হলো সে যদিআচ্ছা বলেও থাকে তাসলে কি সমস্যা হবে?
২।।আজ সকালে আমার স্বামী আমাকে বলতেছে তুমিও তো বলছো চলে যাবা তাহলে এটা তো তালাকের উদ্দেশ্য বলছো।।তখন আমি বলছি আমি আপনাকে তালাকের জন্য বলি নি কিন্তু সে বলে তালাকের জন্য বলছি,,আমি বললাম আমি তো নিজের উপর তালাক পতিত করি নি।।।কিন্তু সে বার বার বলতেছে তালাক দিছি নয়তো কোন উদ্দেশ্য বলছি।।তাই রাগে আমি বলছি আপনাকে তালাক দিছি এই উদ্দেশ্য বলছি,,সে বলে তাহলে তো হইছেই।। তাই আমি বলছি আপনাকে আমি তালাক দিছি ।।।এরপর বলছি আপনাকে আমি তালাক দিছি,,,আপনার সাথে আমার আর কোন সম্পর্ক নাই।।সব সম্পর্ক শেষ।। আমাকে আর কল দিবেন না।।আপনি আমার জন্য পরপুরুষ এগুলো বলছি।।।কিন্তু আমি নফসের উপর তালাক নেয় নি।।।তখন সে বলে আমি তোমাকে তালাকে অধিকার দেয় নি।।আমি বললাম কাবিন নামায় দেওয়া আছে।।সে বলে নাই আমি বললাম আছে সে বলে আমি দেয় নাই অধিকার।।।তারপর বললাম এসব অশান্তি ভালো লাগে না শব কিছু শেষ করে দেওয়াই ভালো।।কিন্তু আমি নফসের উপর তালাক নেয় নি।।কিন্তু আমার মনে চলে আসছে আমি নফসের উপর তালাক নিলাম না তো আবার।।।হুজুর এসব কথার কারনে কি তালাক হবে।
আমি যে বলছি আপনাকে আমি তালাক দিছি কিংবা তালাক দিছি এই উদ্দেশ্য বলছি - এই কথাগুলার কারনে কি সমস্যা হবে
3। স্ত্রী যদি স্বামীকে বলে আপনার মতো সুবিধাবাদী মানুষের সাথে কথা না বলাই ভালো ।।একথাটা বলার সময় যদি স্ত্রীর মনে হয় যে এই কথা বললে নফসের উপর তালাক নেওয়া হয় না তো।।আবার বলে আমি তো নফসের উপর তালাক নেয় নি।।।এসব কথার কারনে কি তালাক পতিত হবে স্ত্রী উপর।।
স্ত্রী তার স্বামীকে যদি বলে আপনার সাথে কখনো কথা বলবো না।এই কথা বলার সময় যদি নিয়ত ছাড়াই নফসের উপর তালাক নেওয়ার কথা অনিচ্ছাসত্বেও মনে চলে আসে তাহলে কি সমস্যা হবে