ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উবাদা ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত।
حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ خَالِدٍ النُّمَيْرِيُّ أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ الْوَلِيدِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى أَنْ " لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ "
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না।(সুনানু ইবনি মা'জা-২৩৪০,মুসনাদে আহমাদ ২২২৭২, সহীহাহ ২৫০, ইরওয়া ৮৯৬, গায়াতুল মারাম ৬৮)
গোনাহের কাজে সহযোগিতা করার বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
92143
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রমোশনাল এই সার্ভিস দ্বারা লোকজন বিরক্ত হয়, তাই এই প্রমোশনাল মেসেজ এবং গোনাহের কাজে সহযোগিতা মূলক মেসেজ জায়েয হবে না। তবে যদি এমন বিজ্ঞাপন হয়, যাতে লোকজনের আগ্রহ থাকে, এবং এমন কোনো অডিও বার্তা হয়, যাতে লোকজনের আগ্রহ থাকে, তাহলে সেটার রুখসত থাকবে। যেহেতু কোনটাতে লোকদের আগ্রহ রয়েছে, এবং কোনটাতে আগ্রহ নেই, সেটা জানা প্রায় মুশকিল, তাই সতর্কতামূলক পদক্ষেপ হল, এমন পেশা থেকে নিজেকে দূরে রাখা।