السلام عليكم ورحمة الله وبركاته أستاذ
এক ভাইয়ের প্রশ্ন নিম্নে তুলে ধরা হলোঃ
"আমি নিয়মিত ফুটবল খেলি, club volta(futsal court)-এ আমরা যারা খেলি, প্রত্যেকে এ মাঠে/court-এ খেলার জন্য টাকা পরিশোধ করে থাকি, প্রত্যেকে মিলে টাকা তুলে কোনো দল বিজয়ী হয়ে সেই টাকা দিয়ে অথবা আরো বেশি কিছু দিয়ে পুরষ্কৃত করা জুয়ার অন্তভুর্ক্ত এবং হারাম তা জানি,
কিন্তু সমস্যা হলো, আমাদের মধ্যে একজন খুবই সামর্থ্যবান সেদিন বলে উঠলো তোমরা প্রত্যেকে club volta-র টাকা টা দিবা, আমি শুধু বিজয়ী দলকে নিজের থেকে (extra টাকা) দিয়ে পু্রষ্কৃত করবো-এইযে সে নিজের থেকে টাকা দিচ্ছে, কারো থেকে নিচ্ছে ও না, নিজের গা থেকেই দেওয়া-এই টাকার ফলে কি তা জুয়া/হারামের পর্যায় পড়বে?
আর যদি পড়ে, আমি খেলার সময় এই নিয়তে তাদের থেকে বিজয়ী হলেও টাকাটা না নেওয়া শুধু আমার club volta'র fee টা দেওয়া, এতে কি আমি হারামের সাথে জড়িত হওয়ার বিধানে পড়বো?"
দয়া করে বিস্তারিত জানাবেন,
জাযাকাল্লাহু খাইরান।