ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মারাক্বিল ফালাহ কিতাবে বর্ণিত রয়েছে-
ولا بد من زوال ما يمنع من وصول الماء للجسد كشمع وعجين
শরীরে পানি পৌছতে বাধা দানকারী জিনিষ শরীর থেকে পৃথক রাখতে হবে।যেমন- মোম,বা মাখানো আটা।(মারাক্বিল ফালাহ-১/৪৫) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1024
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সান্সক্রীন বা পাউডার যেগুলো ওয়াটারপ্রুফ সেগুলো লাগানোর পর যদি ফেইসওয়াশ দিয়ে মুখ ধৌত করলে পানি ভিতরে প্রবেশ করে, তাহলে অযূ হবে। নতুবা ক্লিনজিং ওয়াটার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। মোটকথা চামড়ায় পানি পৌছে, এমন ব্যবস্থা করতে হবে।
(২) সান্সক্রীন লাগিয়ে সলাত আদায় করা যাবে। ওয়াটারপ্রুফ হলে অজু হবে না।