আগে ইসলাম প্র‍্যাক্টিস করতো না, এমন কেউ এখন সব কিছু থেকে তাওবা করতে চাচ্ছে
সে রমযানে রোযাও রাখতো না, রাখলেও পরে ভেংগে ফেলতো কোনও কারণ ছাড়াই, বা বাজে অভ্যাসের কারণে সে রাখতে পারতো না
এখন সে এসব কিছু থেকে তাওবা করতে চাচ্ছে, আল্লাহর হক আদায় করতে চাচ্ছে
উনি অবিবাহিত, কিন্তু হায়েজ এর সময় এই কাযা রোযার বিধান কি? বা কিভাবে সে শুরু করবে কাযা রোযা আদায়? ফরজ সালাতের কাযা সম্পর্কেও জানতে চাচ্ছিলাম