১। আমি প্রায় ই স্বপ্নে দেখি গাড়িতে এ কোথাও যাচ্ছি বা যাবো , কখনো বা দেখি ট্রেন এ করে কোথাও যাবার কথা কিন্তু স্টেশন এ গিয়ে দেখি ট্রেন চলে গেছে, মানে ট্রেন তা মিস করেছি, পরে অন্য ভাবে সেখানে পৌঁছাতে হচ্ছে। এই স্বপ্নের কি ইসলামিক কোনো ব্যাখ্যা আছে? জানাবেন।
২। আত্মীয়তার সম্পর্ক নিয়ে হাদিস পড়ার পর থেকে মনের মধ্যে ভয় হয়, আমার ইন শা আল্লাহ
ভাই -বোন , বাবা- মা , চাচা -চাচি , খালা- খালু , ফুপু -ফুপা , শশুর বাড়ির আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ভালো। সবাই আমাকে খুব ভালোবাসেন। শুধু আমার এক দূর সম্পর্কের চাচাতো বোন এর সাথে কথা হয়না অনেক দিন, দেখা ও হয় না, সে একটু অন্য রকম তাই সোশ্যাল সাইট গুলো তে ম্যাসেজ দিতে আন ইজি ফীল হয় আমার তাকে, তবে সামনে দেখা হলে কথা বলতে অসুবিধা হবে না আশা করি, সে তো আমার নিজের ও না , দূর সম্পর্কের বোন, ছোটবেলায় কাছাকাছি থাকা তে ভালো সম্পর্ক ছিল আর কি, তার ক্ষেত্রে কথা না হলে কি গুনাহ হচ্ছে আমার?
আর একটা মামাতো বোন নিজে থেকেই আমাদের সাথে কথা বলে না, তার পার্সোনাল একটা কারণে, যদিও আমি নিজে থেকেই তার সাথে অনেক বার কথা বলার চেস্টা করেছি , কিন্তু সে রেস্পন্স করে না, এই দুজন বাদে আমার পরিচিত, কাছের সব আত্মীয়ের সাথে আমার ভালো সম্পর্ক, সব সময় কথা হয় না কিন্তু সম্পর্ক ভালো । আমার প্রশ্ন হচ্ছে উপরোক্ত এই দুজনের ক্ষেত্রে কি আমার পাপ হচ্ছে? আমার করণীয় কি কিছু আছে আর এ ক্ষেত্রে?
আর নন মাহারাম ছেলে কাজিনদের সাথে তো আমার কথা বলা জায়েজ নয়, যেহেতু আমি একজন মেয়ে, তাই তাদের সাথে ওভাবে কথা বলি না। আমার কি আরও কিছু করার আছে এ ক্ষেত্রে, নাকি আমি সঠিক, অনুগ্রহ করে সহজ ভাবে বিস্তারিত সহ উত্তর টি দিবেন হুজুর।
৩। কথার কথা তে হাসব্যান্ড কে যদি ভাই বলে ফেলা হয়, যেমন “ আরে ভাই রে এটা এমন না” , এ রকম বলে ফেললে কি গুনাহ হবে?
৪। হাসব্যান্ড যদি নিজে থেকে খরচ এর টাকা না দেন তাহলে নিজের বা বাচ্চার জন্য দরকারি টাকা তাকে না বলে নেয়া যাবে? আমার বোন জামাই বোন কে হাত খরচ দেন না এবং অনেক প্রয়োজন এ চাইলেও দিতে চান না। এক্ষেত্রে বোন কি খুব দরকার এ তার হাসব্যান্ড এর টাকা না বলে নিতে পারবে?
৫। আমার বাবা, মা অসহায়, তাদের কে যদি আমি আমার নিজের টাকা থেকে কিছু দেই, যে টাকা টা একদম ই আমার নিজের যেটা হয়তো সব সময় হাসব্যান্ড কে জানানো হয় না যে আমি বাবা বা আম্মু কে এটা দিয়েছি, কিন্তু জানলে তখন কিছু বলে না যেহেতু এটা আমার টাকা , এটা কি দেয়া যাবে ?