ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নারী পুরুষের মমধ্যে বিবাহ বহির্ভূত প্রেমভালবাসা নাজায়েয ও হারাম।
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না। (সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
ﻣﺎ ﺧﻼ ﺭﺟﻞ ﺑﺎﻣﺮﺃﺓ ﺇﻻ ﻛﺎﻥ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺛﺎﻟﺜﻬﻤﺎ "
তরজমাঃ-কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে নির্জনে একাকী বসবাস করে,তাহলে তাদের সাথে তৃতীয়জন আরেকজন হল শয়তান।অর্থাৎ শয়তান সর্বদাই তাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে।(সুনানে তিরমিযি-২১৬৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পূর্বের অবৈধ প্রেম ভালবাসার দরুণ আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে হবে। কেননা বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালবাসা কবিরা গোনাহ। হ্যা, ঐ মেয়ের হেদায়ত এবং উজ্জল ভবিষ্যতের জন্য দু'আ করা যেতে পারে। কেননা একজন মুসলমান অন্য যে কোনো মুসলমানের জন্য দু'আ করতে পারবে।এতে কোনো সমস্যা হবে না।