ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রস্রাব ব্যতীত যৌনাঙ্গ থেকে যা কিছু বাহির হয় তা তিন প্রকারঃ-
(১)মনি(বীর্য)
وَمَنِيُّ الرَّجُلِ خَاثِرٌ أَبْيَضُ رَائِحَتُهُ كَرَائِحَةِ الطَّلْعِ فِيهِ لُزُوجَةٌ يَنْكَسِرُ الذَّكَرُ عِنْدَ خُرُوجِهِ، وَمَنِيُّ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَر
পুরুষের মনি বা বীর্য হলঃ-যা সাদা গাঢ় একপ্রকার গন্ধমাখা পিচ্ছিল পানি যা উত্তেজনার সাথে আটকিয়ে আটকিয়ে বের হয়,এবং বের হওয়ার সাথে সাথে পুঃলিঙ্গ নেতিয়ে পড়ে,আর মহিলার বীর্য হল,পাতলা প্রায় হলুদ বর্ণের । এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1689
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বীর্য বের হয়নি, তাই গোসল ফরয হবে না। জাগ্রত অবস্থায় উত্তেজনা অনুভব হলে কোনো কিছুর সাথে লজ্জাস্থান কে ঘর্ষণ করা জায়েয হবে না। এত্থেকে বেঁচে থাকতে সর্বোচ্ছ সতর্কতা অবলম্বন করতে হবে।