ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)চারটি মাযহাবের মধ্যে হানাফিরা হলেন, মাতুরিদি আকাইদের ধারকবাহক। সুতরাং নিজে বাচাইয়ের কোনো সুযোগ নাই বরং মাযহাবের পূর্ববর্তী ফকিহ যা বাচাই করে গেছেন, সেটাকেই মানতে হবে।
(২) আপনি হানাফি ফিকহ এবং মাতুরিদি আকাইদ গ্রহণ করবেন।
(৪) মাতুরিদি আকাইদ সম্পর্কে জানতে, আকিদাতু তাহাবি, শরহে আকাইদে নাসাফি, ইসলামি আকিদা ও ভ্রান্ত মতবাদ(মাওলানা হেমায়ত উদ্দিন) এগুলো অধ্যয়ন করবেন।
(৫)সবগুলোর সংমিশ্রণে আকিদা রাখা যাবে না।বরং আপনি মাতুরিদি আকাইদ গ্রহণ করবেন যেহেতু আপনি হানাফি ফিকহকে গ্রহণ করে থাকেন।
(৬) না সেটা দেখা ঠিক হবে না।
(৭) কিতাবুল আকাইদ বইটি মাতুরিদি আকাইদের অনুসরণেই লিখা।