ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত।
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ حَدَّثَنِيْ عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِيْ ابْنُ أَبِيْ أَنَسٍ مَوْلَى التَّيْمِيِّيْنَ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتْ الشَّيَاطِيْنُ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাযান মাস প্রবেশ করে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর শয়তানদেরকে শিকলে বেঁধে রাখা হয়। (সহীহ বোখারী-৩২৭৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দেখুন উক্ত হাদীসে বর্ণিত হয়েছে,
'إذا دخل رمضان'
'যখন রমজান মাস প্রবেশ করে' তাই রমজান এসেছে, রমজান চলে গেছে, এমনটা বলা নিষেধ হবে না। তাছাড়া রমজান আল্লাহ তা'আলার যে নাম, সেটা শিয়াদের একাংশের মতামত। বিশুদ্ধ কথা হল, রমজান আরবী অন্যান্য মাসের মতই একটি মাস।এটি আল্লাহ তা'আলার নাম নয়।