ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ফরজ রোজার কাজা করার সময় যদি ঐদিন আবার হায়েজ হয়, তাহলে পরবর্তীতে কোনো একদিন আবার রোযাকে কাযা করতে হবে। এক্ষেত্রে একটি রোযাই কাযা করতে হবে। একাধিক রোযা কাযা করা লাগবে না।
(২)
রোযা অবস্থায় দিনের বেলায় তথা ফজরের থেকে নিয়ে মাগরিবের পূর্বে যে কোনো মুহূর্তে হায়েয চলে আসলে, এদ্বারা রোযা ফাসিদ হয়ে যাবে। এবং পবিত্র হওয়ার পর ঐ রোযার কাযা করতে হবে। যেই মহিলার রোযা অবস্থায় হায়েয নেফাস শুরু হবে, সেই মহিলার একাকি খেতে পারবে। এমনকি একাকি ঐ সমস্ত মহিলাদের কিছু খাওয়া উচিৎ। তারা রোযাদারের সাদৃশ্য গ্রহণ করবে না।
"وأما في حالة تحقق الحیض و النفاس فیحرم الإمساك؛ لأن الصوم منهما حرام، والتشبه بالحرام حرام". (طحطاوی علی المراقی : ص : ۳۷۰ )
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
93994
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোজা অবস্থায় হায়েয চলে আসলে, দিনের বাকি সময় টাতে কিছু খেয়ে নেয়াই উচিৎ। ফরয নফল সক্রর রোযার ক্ষেত্রেই একই বিধান প্রযোজ্য হবে।