আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকা-তুহু
গতকাল আমি স্বপ্নে দেখেছিলাম আমাকে দাওয়াতের কারণে ফাসির কাষ্ঠে ঝুলানো হচ্ছে। সামনে হাত দুটো বাধা ছিল,আর ডান হাতের শাহাদাত আঙ্গুল উচিয়ে চিৎকার করে কালেমা পড়ছি, ❝আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ❞ তারপর ফাসি দিয়ে দিলো!! যখনই ঝুলিয়ে দিলো তখন আমি এমন চাপ অনুভব করছিলাম!!আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো,,
উস্তাদ আমি দাওয়াতি কাজের জন্য একজন স্থানীয় আলেমের আন্ডারে থেকে কাজ শুরু করতেছি,,ইন শা আল্লহ,,,, সামনে আস্তে আস্তে বাস্তবায়িত হবে,আল্লাহ যদি তাওফিক দেয় তো!!কিন্তু এখনো কিছু করি নি!!প্রাথমিক পর্যায়ে শুধু বোনেদের সাথে মাশওয়ারা করেছি।
এখন আমার প্রশ্ন আমার এ স্বপ্ন কি কাল্পনিক ছিল,মানে অনেক কিছু ভাবার কারণে স্বপ্নে এমন দেখেছি,।
নাকি শাইত্বানের পক্ষ থেকে কোন কিছু ছিল!যেহেতু শেষ এ মৃত্যুর প্রচন্ড শ্বাস্রুদ্ধ কর পরিস্থিতিতে পরেছিলাম, শাইত্বান কি আমাকে ভয় দেখাতে চাচ্ছে সামনে না আগানোর জন্য.. , নাকি আসলেই এটি আল্লাহর তরফ থেকে ছিল!!
দয়া করে এ ব্যাপারে আমাকে কিছু নাসিহাহ প্রদান করুন।