আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
399 views
in সালাত(Prayer) by (5 points)
সূরা ফাতেহা ৪১ দিন ৪১ বার করে প্রতিদিন  আমল করার নিয়ম ও এর ফজিলত সম্পর্কে বলার জন্যে অনুরোধ জানানো যাচ্ছে।

1 Answer

0 votes
by (589,680 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
হযরত ইমরান ইবনে হুসাইন রাযি থেকে বর্ণিত

ﻭﻋﻦ ﻋﻤﺮﺍﻥ ﺑﻦ ﺣﺼﻴﻦ ﺃﻧﻪ ﻣﺮ ﻋﻠﻰ ﻗﺎﺹ ﻳﻘﺮﺃ ، ﺛﻢ ﻳﺴﺄﻝ ﻓﺎﺳﺘﺮﺟﻊ ، ﺛﻢ ﻗﺎﻝ : ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻳﻘﻮﻝ : ( ﻣﻦ ﻗﺮﺃ ﺍﻟﻘﺮﺁﻥ ﻓﻠﻴﺴﺄﻝ ﺍﻟﻠﻪ ﺑﻪ ﻓﺈﻧﻪ ﺳﻴﺠﻲﺀ ﺃﻗﻮﺍﻡ ﻳﻘﺮﺀﻭﻥ ﺍﻟﻘﺮﺁﻥ ﻳﺴﺄﻟﻮﻥ ﺑﻪ ﺍﻟﻨﺎﺱ ) ﺭﻭﺍﻩ

ﺃﺣﻤﺪ ﻭﺍﻟﺘﺮﻣﺬﻱ
তিনি একবার এক বক্তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন,দেখলেন যে, সে কুরআন পড়ে পড়ে মানুষের নিকট থেকে সওয়াল করছে।

তখন তিনি বললেন, ইন্নালিল্লাহ......... ।

আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি যে,তিনি বলেছেন,যে ব্যক্তি কুরআন পড়বে সে যেন আল্লাহর নিকট এই কুরআন দ্বারা কিছু চায়।অচিরেই কিছু এমন লোকের আত্মপ্রকাশ ঘটবে,যারা কুরআন পড়বে ঠিকই কিন্তু এর দ্বারা তারা লোকদের নিকট সুওয়াল করবে।

মিরকাতুল-মাফাতিহ-২২১৬।

কুরআন পড়ে আল্লাহর নিকট দু'আ করা যায়। এবং দু'আ কবুল ও হয়।কিন্ত বিশেষ কোনো সংখ্যাকে কুরআনের কোনো অংশের সাথে দলীল-প্রমাণ ছাড়া নির্দিষ্ট করে দেয়া কখনো জায়েয হবে না।

সূরায়ে ফাতেহাকে ৪১ বার ৪১দিন পড়ার কোনো ত্বরিকা বা নিয়ম কুরআন-হাদীসের কোথাও আসেনি।তাই একে কুরআন-হাদীস দ্বারা প্রমাণিত কোনো আ'মল মনে করা ঠিক হবে না।

তবে অনেক সালাফ তথা পূর্ববর্তী নেককারগণ এ ব্যাপারে তাদের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন,যে কোনো সূরা বিশেষকরে সুরায়ে ফাতাহাকে ৪১দিন ৪১বার করে পড়লে দু'আ কবুল হয়।বিভিন্ন রোগের চিকিৎসার জন্য তদবির করলে ফল পাওয়া যায়।

তথা সকল প্রকার চিকিৎসার মূল উৎস হিসেবে সেটা কাজ করে।

যেহেতু রাসূলুল্লাহ সাঃ কুরআন দ্বারা আল্লাহর নিকট সুওয়াল করতে বলেছেন,তাই আল্লাহ সামনে নযরানা পেশ করা হিসেবে এমনটা করা যেতে পারে।এক্ষেত্রে ৪১কে মানদন্ড মনে করা উচিৎ হবে না।বরং অনায়াসে কমবেশ করা যাবে।

আল্লাহ-ই ভালো জানেন।

পরামর্শ  প্রদাণে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, Iom.

পরিচালক

ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 82 views
0 votes
1 answer 231 views
...