বাড়িতে অবৈধ গ্যাসে খাবার রান্না করা হয়,খাবার খেতে চাই না বলে নিজে আলাদা কারেন্টে রান্না করি কিন্তু এতে পরিবারে মনোমালিন্যের সৃষ্টি হয়।এমতাবস্থায় আমি কি মাযুর হিসেবে পরিবারের সাথে অবৈধ গ্যাসের রান্না খেতে পারবো? নাকি সংগ্রাম চালিয়ে যাবো যতদিন বৈধ গ্যাস না দেওয়া হয়।ঈদের পর থেকে অবৈধ গ্যাসের খাবার গ্রহন করা হয় নি, আজ না পেরে খেয়ে ফেলেছি,এখন আমার ইবাদত কতদিন কবুল হবে না?