আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রশ্নটা একটু বড় হতে পারি তবুও অনুগ্রহ করে উত্তর টা দিবেন উস্তাদ ইংশা আল্লাহ।
আমি পুরুষ,বিবাহিত,বয়স ৩০, ৩ সন্তানের জনক। আমার প্রিভিয়াস ২ জন স্ত্রীর সাথে ডিভোর্স হয়। ৩য় জনকে বিবাহ করেছি রিসেন্ট সময়ে। পূর্বের বিয়ে গুলোর ক্ষেত্রে আমার দ্বীনি ভাই,মাদ্রাসার কলিগদের সাথে নিয়ে বিয়ে করতে হয়েছে আমার অভিভাবকদের দ্বীন সম্পর্কে অজ্ঞতা থাকার কারনে।তারা সামাজিকতা রক্ষার নামে ২ বার ই আমার বিয়েতে অস্বীকৃতি জানিয়েছিলেন।পর্দা,বিয়ের ক্ষেত্রে ইসলামি নীতি,বারাকাহ কোনোকিছুই তারা মানতে নারাজ।অথচ আমার গোষ্ঠীর আত্মীয়তা সবাই একেবারে জাহেল।
আমার সর্বেশেষ বিবাহের ক্ষেত্রেও আমি পাত্রীর বায়োডাটাসহ আমার বিয়ের আগ্রহের কথা বললে তারা পূর্বেকার মত আমার জাহেল আত্মীয়দের মতামত না নিয়ে বিয়ে করা যাবে না,এতে সামাজিকতা রক্ষা হবে না বলে বিয়েতে অসম্মমি দেয়। আমি তাদের এই আদেশ অমান্য করে বিয়ে করে তাদের জানিয়ে বাসায় উঠতে চাইলে তারা আমাকে সামাজিকতা রক্ষা না করে বিয়ে করায় বাসায় তাদের সাথে উঠতে নিষেধ করে।নিজের বাসা ছেড়ে শহরে ভাড়া বাসায় থাকাও আমার জন্য কষ্টকর।
এক্ষেত্রে আমি তাদের এই আচরন কতটুকু ইসলাম সম্মত,এ অবস্থায় আমার কি করনীয় তা জানালে উপকৃত হতাম।