বিসমিহি তা'আলা
জবাবঃ-
যখনই সন্তান বালেগ হয়ে যাবে,এবং উপযোক্ত পাত্র/পাত্রী এর সন্ধান পাওয়া যাবে, তখনই তাদের বিয়ের ব্যবস্থা করা অভিবাবকের উপর জরুরী।ক্ষেত্রভেদে ফরয, ওয়াজিব এবং মুস্তাহাব হবে।
যতজনই উপযোক্ত থাকবে সবার বেলায়-ই এ হুকুম প্রযোজ্য হবে।
এক মায়ের তিন সন্তান কে এক বৎসর তথা১২মাসের ভিতর বিয়ে দেয়া যে অশুভলক্ষণ এর কথা আপনি বলছেন, এমন কথা কুরআন হাদীসের কোথাও নেই।এটা নিতান্তই মনগড়া এবং বানোয়াট।শরীয়তে এর কোনো ভিত্তি নেই।
আল্লাহ-ই ভালো জানেন।
জবাব প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ