ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ব্যক্তিগত উদ্দেশ্যে পাইরেসি তথা সফটওয়্যারটি নিজে ব্যবহার করা কিংবা বিক্রয় বা পরিবেশন না করে নিজেদের ব্যবস্যায়িক বা আর্থিক কাজে লাগানো। এ প্রকারের সফটওয়ারের ক্ষেত্রে যদি কপিরাইট অধিকারীর মৌন সম্মতি থাকে, তাহলে তা ব্যবহারের সুযোগ রয়েছে। বিশেষ করে মৌন সম্মতির পাশাপাশি যদি জেনুইনটি কেনার মোটেও সামর্থ্য না থাকে তাহলে মুফতিগণ এর ব্যবহার জায়েয বলে থাকেন। (ফাতওয়া দারুল উলুম দেওবন্দ fatwa ID : 903-917/N=8/1435-U)
নকল সফটওয়্যার তৈরীর প্রতি তাদের মৌন সম্মতি রয়েছে।
সুতরাং এগুলোর ব্যবহার -বিশেষ করে জেনুইনটি কেনার মোটেও সামর্থ্য না থাকলে- নাজায়েয হবে না। (দরসুল ফিকহ, দারুল উলুম হাটহাজারী ২/৩৮৪, ৩৮৫)(সংগৃহীত) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
8014
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
সতর্কতামূলক এগুলো ব্যবহার না করাই উচিৎ। তাছাড়া তাদের স্পষ্ট নিষেধ থাকলে তখন এগুলোর ক্রয় বিক্রয় নাজায়েয। তবে মৌনসম্মতি থাকলে রুখসতযোগ্য।
(২)
অভিজ্ঞতার বিষয়ে অতিরিক্ত বাড়িয়ে বলার কারণে অবশ্যই গোনাহ হবে। তবে সঠিকভাবে কাজ করে দিতে পারলে ইনকাম হারাম হবে না।