বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম শাইখ,
(১) আমার জ্বর, মাথাব্যথা, সর্দি, কাশি অবস্থায় রোজা রাখি। সকালে ঘুম থেকে উঠার পর গা গোলাতে শুরু করে এবং কিছু পরিমাণ থুথুজাতীয় বমি হয়ে যায়। আমার বমি করার ইচ্ছা ছিল না। যা বুঝতে পেরেছি এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এমতাবস্থায় আমার রোজা হবে কী নাকি পরবর্তীতে উক্ত রোজার কাযা আদায় করতে হবে?