১. কোনো স্ত্রী স্বামীর জুলুমের স্বীকার হয়ে স্ত্রী যদি কাবিননামার ১৮ নং শর্ত মোতাবেক নিজের উপর নিজে তালাক নেওয়ার অনুমতি সাপেক্ষে নিজের উপর একসাথে তিন তালাক নেয় এক্ষেত্রে কয় তালাক পতিত হবে?
২. আর সেই নারীকে কি বিবাহ পড়ানো কাজী বা অন্য কারো মাধ্যমে নিজের উপর তালাক নিতে হবে নাকি নিজে নিজেই স্বামীর দেওয়া তালাকের অনুমতি বলে নিজের উপর তালাক নিচ্ছি এভাবে বললে তালাক হয়ে যাবে?
৩. এক্ষেত্রে কোনো স্বাক্ষী রাখা আবশ্যক কী না জানাবেন দয়া করে।