আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
১। প্রস্রাব/ পায়খানা করার সময় কেউ যদি মোবাইল সাথে করে নিয়ে যায়, আবার সেখানে চ্যাট করতে থাকে, ইন শা আল্লাহ, ফি আমানিল্লাহ এগুলো বলে এগুলোর বিধান কি হবে?
২। প্রস্রাব, পায়খানার সময় আল্লাহর নাম, নবী-রাসূলের নাম, কুরআনের আয়াত, হাদিস, সূরা কালাম, এগুলো করলে, এর বিধান কি?
৩। প্রস্রাব পায়খানা করার সময় কোনো কিছু দেখে ভয় পেলে, "আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহর কাছে সাহায্য চাওয়া মুখে উচ্চারণ করে বলা যাবে?
৪। প্রস্রাব পায়খানার সময় মাথায় যদি মক্কা মদিনার কোনো কিছু ঘোরে তাহলে কি গুনাহ হবে?
৫। কোনো মানুষ মারা গেলে, তার আত্মীয় বা এর আশে পাশে যে বলা হয় ৪০ দিন পর্যন্ত আত্মা থাকে বা দেখতে আসে, এগুলো কি সঠিক?কেউ মারা গেলে, নেককার কেউ, ঘর কেমন থমথমে থাকে, মানুষ যে বলে আমাদের দেখতেছে, এরকম টা কি হয় আসলেই?
অর্থাৎ মারা যাওয়ার পর কোনো একটা সময় অব্দি কি মৃতের আত্মা দেখতে আসে আত্মীয়দের? বা দেখে এরকম কি হয়?
৬। ওযু করার সময়, ওযুর পানির ছিটা বা ওযুর পানি নেয়ার সময় হাত থেকে পানির ফোটা যদি বালতির পানিতে পরে, সেই বালতির পানি দিয়ে অন্য কেউ ওযু করতে পারবেন?
৭। তারাবিহ পড়ার আগে বিতর আদায় করে, এরপর তারাবি পরা যাবে? নাকি তারাবি পরেই বিতর পরতে হবে?