اَلسَّلاَمْ عَلَيْـــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
আমার বাবা অনেক বদমেজাজী, ফিতনা সৃষ্টিকারী এবং দুনিয়াবি৷ বাবা মা সেপারেটেড প্রায় ৫ বছর যাবৎ। আমার ভরণপোষণ ও দেননা।
বাবাকে ভালোবাসি আল্লাহর জন্য কিন্তু নিজে থেকে কল দেইনা। খুব কম। কেননা বাবা অনেক বেশি বদমেজাজী আর অনেক ফিতনা সৃষ্টি করেন। কথা হলে ই বেশির ভাগ ই ফিতনা বা পরীক্ষার মধ্য দিয়ে যায়, যেহেতু উনি দ্বীন সম্পর্কে গাফেল এবং প্রচুর পরিমাণে দুনিয়াবি। দাদা বাড়ির মানুষ জনও কিছুটা এমন। শেষ বার যখন বাসায় যায়, তিনি অন্নেক বেশি ফিতনা সৃষ্টি করেন। যেসব কথা মেয়েকে তার বাবা বলতে পারেন না তা বলেন। মারতে আসেন। হুমকি দেন। আমাকে, বড় ভাইয়াকে আমার সাথে সম্পর্কিত সবাইকে হুমকি দেন। এমনকি আমার বান্ধবী এবং তার পরিবারকেও। জীবন হানির হুমকি। এবং তিনি এসব বাস্তবায়ন করতেও সক্ষম। আমার উদ্দেশ্য থুতু নিক্ষেপ করে ত্যাজ্জ করেন, অনেক অপবাদ দেন। অভিশাপ সহ আরো অনেক কিছু, আল্লাহ মাফ করুন।
আবার তার কিছুদিন পর ই কল দিয়ে সুন্দর করে কথা ও বলেন। এমন যেন তিনি কিছুই জানেননা বলেননি। আল্লাহ হেদায়েত দিন।
উনি এমন বড় ভাইয়ার সাথে করেন৷ একবার নিজে ই দাওয়াত দেন, আবার দাওয়াত কবুল করলে অনেক কটু কথাও শোনায়। বড় ভাই এর কষ্ট হলেও হক্ব আদায়ের জন্য সম্পর্ক এভাবেই রেখে যাচ্ছে। যখনই ডাকে তখনই চলে যায়। মেয়ে হওয়ায় আমার এসবে খুব কষ্ট লাগে। আল্লাহর জন্য আমি সম্পর্ক রেখে যায়। কিন্তু নিজে থেকে কল দেই না, কেননা সে জানে আমি দূর্বল, আমায় কথায় কথায় মা কে নিয়ে বা অন্য কিছু নিয়ে সুন্দর বচন ভংগিতেও কথা শোনায়। উনার বাসায় ও আমি নিরাপদ অনুভব করিনা, তার হুমকির জন্য। আল্লাহ মাফ করুন। সিহর নিয়েও ভয় হয়। দাদা বাসার মানুষজন ও প্রায় সেম, শুধুমাত্র রাগ টা সামনা সামনি দেখান না। আল্লাহ মাফ করুন। বিশেষ করে সিহর নিয়ে বেশি চিন্তা হয়।
এখন আমার প্রশ্ন হলো, আমার ক্ষেত্রে আমার বাবার হক্ব নিয়ে কি হুকুম? কয়দিন পর পর তাকে কল না দিলেই নয়? তার বাসায় যাওয়া এবং খাবার খাওয়া নিয়ে আমার কি করণীয়? যদি আমি বাসায় নিরাপদ এবং খাবারে সিহরের আশংকা করি তবে। এবং আমার বিয়ের ক্ষেত্রে কি করণীয়? উনার অনুমতির কতটুকু প্রয়োজন?
বিয়েতে ফিতনা সৃষ্টির আশংকা থাকলে কি করণীয়? বিয়ের ডেট জানানো কতটুকু প্রয়োজন?
এবং দাদার দিকের আত্মীয়দের কি কি হক্ব?
এবং আরেকটা বিষয় হলো বাবা এমন করলেও মুখের উপরে কথা বলার সাহস আমার হয়না। খুব বেশি কষ্ট নিতে না পারলে মাঝেমধ্যে চিল্লিয়ে ফেলি আল্লাহ মাফ করুন। এবং এমন হয় যে উনি কাল ফিতনা করেছেন, আজ অনেক সুন্দর করে ফেনে কথা বলেছেন, যেন কিছু ই করেননি। আল্লাহ মাফ করুন কিন্তু উনি অভিনয়ে অনেক পারদর্শী। আল্লাহুম্মাগফিরলি। এক্ষেত্রে বাবা আমায় বাসায় বার বার ডাকে এবং বলে সেখানেই থাকতে। আমি যেহেতু উনার মুখের উপর কথা বলতে পারিনা সেহেতু মানা করতে পারিনা। আমিি মুখের উপর কীভাবে মানা করি! গেলেও ফিতনা করে আল্লাহ হপূায়েত দেন! এক্ষেত্রে আমার পরামর্শ দিবেন শায়েখ। আমার নসিয়ার খুবই প্রয়োজন। এমন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি যা প্রকাশ ও করতে পারিনা কোনো ভাষায়। আল্লাহ সহজ করার মালিক। আমায় নসিয়াহ করবেন শায়েখ। বিয়ের আগে এবং পরে কীভাবে আমি উনার হক্ব আদায় করতে পারি। আমি চাইনা এই হক্ব এর জন্য রব্ব এর সহবত থেকে গাফেল হয়ে যায়। খাস করে দুআ' করে দিবেন, যে যে এইটা পড়বেন। না জানি কার দুই হাত রব্বির পছন্দ হয়ে যায়।