আসসালামু আলাইকুম।
আজকাল অনেক দ্বীনি বোনদের দেখা যায় দলবেধে আউটিং করতে। মাঝে মাঝে তাদের দেখা যায় খোলা কোনো পার্কে বিছানা বিছিয়ে একসাথে বসে খানা পিনা সাজিয়ে খাওয়া দাওয়া করতে৷ অবশ্যই ঘুরতে যাওয়া দোষণীয় নয় তবে কিছু বিষয় যা দৃষ্টিকটূতার আওতায় পড়ে যায়। যেমন একসাথে অনেকগুলো বোন যখন হিজাব নিক্বাব পরে একটি জায়গায় বসেন তখন সেটি অনেকটাই অবান্চিতভাবে গায়রে মাহরামের চোখে পড়ে এবং তারা তাকিয়ে থাকেন। এতে কি কোনোধরনের ফিতনা সৃষ্টি হতে পারে??
একজন মুমিন নারী পর্দা করে কতটুকু ঘুরাঘুরি করতে পারবেন?? সেসকল আমোদ প্রমোদের বিষয়ে স্যোশাল মিডিয়ায় কতটুকু পোস্ট করতে পারবেন? কতটুকু সীমার ভেতর থাকলে এই সকল বিষয়গুলে দৃষ্টিকটু লাগবে না, শায়খের কাছে এটিই প্রশ্ন।