১/হাচি আস্তেছিল কিন্তু হাচি দিতে চাইছিলাম না। কারন থুথু নিয়ে আমার ওয়াসওয়াসা হয়,বার বার মনে হয় যে বাইরের ঘাম বা ফেলে দেয়া থুথু ঠোটের সাথে লেগে আবার মুখে প্রবেশ করে এতে যদি রোজা নষ্ট হয়। তাই বার বার থুথু ফেলি।( আমি ওয়াসওয়াসাগ্রস্থ হয়ত দুবছর যাবত) তাই হাচি না দিয়ে মুখ চেপে রাখার ফলে যতটুক হাচি আসছিল তার ফলে মুখ থেকে দ্রুত গতিতে অল্প থুথু বের হয় যা মুখবন্ধ অবস্থায় ঠোটের সাথে বাইরের দিকে লেগেছিল।আমি মুছিনি ভাবছি শুকিয়ে যাবে,কিন্তু মুখ বন্ধ অবস্থায় মুখের ভিতর হয়ত নিশ্বাসের চাপের ফলে থুথুর কিছু অংশ ভিতরে চলে আসছে মত লাগছে,প্রবল ধারনা হচ্ছে কিছু অংশ ঢুকছে,যেহেতু ঠোট শুক্নো আর থুথু ঘন টাইপ পিচ্ছিল ছিল তআই হয়ত ঠোটের জয়েন্টের সাথে লাগানো গুলা বাইরে থেকে ভিতরে আসছে(পরিমানে অতিরিক্ত বেশি না,সিউওরলি বলতে ও পারতেসিনা আসলেই বাইরের থেকে আসছে নাকি জয়েন্টের ভিতরের গুলা ছিল),, আমি থুথু ফেলতে ফেলতে আর ঠোট শুকাবার চেষ্টা করতে করত্র বিরক্ত, তাই আজ আমি ইচ্ছা করে মুখের ভিতর আগে যা অল্প পরিমান নতুন থুথু জমছিল তার সাথে এই থুথু ও না ফেলে গিলে ফেলছি যদিও আমি রোজাদার,।সম্পুর্ন বর্ননায় বাইরের থুথু ভিতরে ঢুকছে মত লাগছে জেনেও ইচ্ছাকৃত থুথু এই গিলে ফেলাতে কি ,এতে কি রোজা ভেঙ্গে যাবে ও কাফফারা দিতে হবে??
২/ যদি আসলেই প্রবল ধারনা হয় যে আসলেই থুথু ঢুকছে আর তা গিলেএ ফেলছি, এতে কি রোজা ভেঙ্গে গেছে ও কাফফারা দিতে হবে?
৩/ এরকম ঠোটের সাথে লেগে থাকা থুথু গিলে ফেললে কি রোজা নষ্ট হয় আর ইচ্ছাকৃত গিললে কাফফারা দিতে হয়?
৪/ আমার জন্মসাল ১৯৯৭। কিন্তু ছোটবেলায় জন্মনিবন্ধন করতে আমার পরিবার ১৯৯৮ দেয়।ইচ্ছাকৃত,,হয়ত লেখাপড়ার ভালো ভেবে করছে। এতে আমার বাস্তব বয়স এর চেয়ে সার্টিফিকেট এ একবছর কম।যার কারন্ব আমি ১৮ বছর হবার পরেও হয়ত জমি রেজিস্ট্রি, আইডি কার্ড এসব হয়ত করতে পারিনি ১৯ বছর হবার অপেক্ষা করা লাগছিল হয়ত,,এখন ২৬।আমার লেখাপড়া মাঝখানে অফ ছিল।এখন নতুন করে অনার্সে যদি স্টাডি শুরু করে চাকরি করতে যদি যায় তাহলে মেইন বয়স ৩০ বছরে শেষ হবে ফলে চাকরির বয়স সীমা শেষ কিন্তু সার্টিফিকেট অনুযায়ী আমার এক বছর কম অর্থাৎ ২৯বছর ফলে চাকরির আবেদনের সুযোগ থাকে।আমার ধারনা এরকম হয়ত অনেকেই বয়স কমিয়ে জন্মনিবন্ধন করছিল।আমার প্রশ্ন আমি যেমন সমস্যাও ফেইস করছি এখন সুযোগ নিতে চাইলে মানে এভাবে কি চাকরির সুযোগ ণেয়া উচিত(আমার বাবা মারা গেছে,দুভাই হয়ত নিজেরাই ব্যস্ত,আম্মু অসুস্থ,আমি ওয়াসওয়ায়া গ্রস্থ হয়ত,টাকা খরচ করে প্রাইভেট এ পড়তে হবে হয়ত,,চাকরির আবেদন করতে না পারলে নতুন করে চার বছর স্টাডি করে হয়ত টাকা সময় হয়ত ব্যর্থ বয়স যেহেতু ৩০) ?