আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
108 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১।আমি যখন স্কুলে পড়তাম আমার অমুসলিম বান্ধবীই ছিল বেশি। তখন দিনের বুঝ ছিলো না তারা নিমন্ত্রণ করলেও তাদের পূজায় যেতাম, খেতাম। আমি ওগুলা থেকে তওবা করে নিয়েছি।

সব বান্ধবী র মধ্যে দুজন বেশি ক্লোজ ছিল। আমি পরিবর্তন হওয়ার পরও যোগাযোগ ছিল। তো আমি একদিন সিদ্ধান্ত নিলাম আমি তাদের কে দাওয়াত দিব কিন্তু আমার নলেজ খুব কম তাও আমি বুঝানোর চেষ্টা করলাম। একজনকে মেসেনজারে একটা ভিডিও দিয়েছিলাম যেটায় বুঝানো হয়েছিলো ইসলাম ই একমাত্র সত্য ধর্ম। এর পর থেকে সে আর আমার সাথে কথা বলে না দেখাও করে নি।

আরেকজন তার সাথে আমার এখনও যোগাযোগ আছে এবং সে আমাকে বেশ ভালো বান্ধবী মনে হয়। কিন্তু আমি শুধু দাওয়ার স্বার্থেই তার সাথে মিশি। তবে আমি মন থেকে চাই সে হিদায়াত পাক তাকে আমি যথেষ্ট ভালোবাসি। কিন্তু সে বেশ রাগি আরেক বান্ধবী কে ভিডিও দেওয়ার সময় আমি তার সাথেও কথা উঠিয়েছিলাম কিন্তু সে সাফ মানা করেছে ধর্ম নিয়ে যাতে কিছু না বলি।
তাই আর সরাসরি কিছু বলতে যাই না মিশি এই ভেবে যদি আমার কথায় বা কোনো কাজে বা কোনো ফেসবুক পোস্ট এ তার ভালো লেগে যায়,,আর অনেক অনেক দু'আ করি।
সে একটু আকটু বই পড়ে একবার সে আরিফ আজাদের কথা বলছিলো এত ফেমাস রাইটার এই সেই এই সুযোগে আমি তাকে প্যারাডক্সিকাল সাজিদ,বেলা ফুরাবার বই গুলো উপহার দিই,,,,,

আমার পন্থা কি সঠিক?

আমার শুধু ভয় লাগে আমি তো সরাসরি দাওয়াহ দিতে পারি নি বা পারছি না এতে কি আল্লাহ আমাকে পাকড়াও করবেন কখনো?

সরাসরি বলতে ভয় ও লাগে আবার মনে হয় ভুল কিছু না বলে ফেলি। বা যেহেতু না করেছে আমি বলতে গিয়েছি,,,,

অমুসলিমদের সরাসরি না দাওয়াত দেওয়া কি অনেকক বড় গুনাহ?

২।আমার একজন বান্ধবী আছে সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তার ও হিন্দু বান্ধবী আছে। কিন্তু সে মুসলিমদের কে দাওয়াত দিতে গিয়েই বিপাকে পড়ে তাকে শিবির আক্ষা দেওয়া হয়,,,,

সে জায়গায় হিন্দু দের কে দাওয়াত দিতে সে ভয় পায়।

যদি সে দাওয়াত না দেয় সে কি অনেক বড় গুনাহ করবে?

এটা কি গুনাহ এ কবিরা হবে?

দাওয়াত দেওয়া ফরজে কিফায়া নাকি একদম নামাজ, রেজার মত ফরজ? একটু জানতে চাই।


জাঝাকাল্লাহু খাইর।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
“তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন লোককেও হেদায়েত দেন তবে তা তোমার জন্য একটি লাল উট পাওয়া থেকেও উত্তম।” (বুখারী ১২/৩৭)
তিনি আরো বলেন:
مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا
“যে ব্যক্তি হেদায়েতের পথে আহবান করে সে ঐ পরিমাণ সওয়াবের অধিকারী হয় যে ব্যক্তি তদনুযায়ী আমল করে। কিন্তু এতে আহ্বানকারীর সওয়াব কমানো হয় না।”(সুনানু আবি দাউদ-৪৬০৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/31389

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি দাওয়াহর নিয়তে ঐ সমস্ত অমুসলিম বান্ধবিদের সাথে বাহ্যিকভাবে সুসম্পর্ক রাখতে পারবেন। সরাসরি দাওয়া না দিলে গোনাহ হবে না।

(২) দাওয়াত ও তাবলীগ ফরযে কেফায়া। কিছু সংখ্যক মুসলমান আদায় করে নিলে, সমস্ত মুসলমানদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে কেউ-ই আদায় না করলে, সবাই গোনাহগার হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...